আওয়ার ইসলাম: উপমহাদেশের প্রখ্যাত বুজুর্গ ও আলেমে দীন, হাফেজ্জী হুজুর রহ. এর বিশিষ্ট খলিফা, প্রবীণ আলেমেদীন মাওলানা নূরুল হক আজমী (জ্বীন হুজুর) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আজ বৃহস্পতিবার সকাল ১১ টা ১০ মিনিটে রাজধানী ঢাকার স্কায়ার হাসপাতাল তিনি ইন্তেকাল করেন। আওয়ার ইসলামকে এ তথ্য নিশ্চিত করেন ঢাকার কামরাঙ্গিরচর জামিয়া নূরিয়া মাদরাসার শিক্ষক মুফতি আ ফ ম আকরাম হুসাইন।
জানা যায়, মৃত্যুর সময় তার বয়স হয়েছে প্রায় ৯০ বছর। তিনি অনেক দিন যাবত ডায়বেটিক, বার্ধক্য জনিত রোগসহ নানান রোগে ভুগছিলেন। মৃত্যুর সময় তিনি তিন ছেলে দুই মেয়ে রেখে যান।
তিনি জামিয়া নূরিয়ার শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন অনেক দিন। ঢাকার কামরাঙ্গিরচর মাদবর বাজার জামে মসজিদ সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এ আলেম তার গ্রামের বাড়ি নোয়াখালীর রসুলপুরে মোহাম্মদিয়া হাফিজুল উলুম নামে একটি মাদরাসাও প্রতিষ্ঠা করেন।
আজ বাদ মাগরিব জামিয়া নূরিয়া কামরাঙ্গিরচর মাদরাসায় তার জানাজার নামাজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জানাযা শেষে হাফিজ্জী হুজুরের মাকবারিয়া হাফিজ্জীতে পাহাড়পুরী রহ. এর কবরের পাশে দাফন করা হবে।
ওআই/আবদুল্লাহ তামিম