আব্দুল্লাহ আফফান
সাব এডিটর>
দেশের বৃহৎ অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৯টা থেকে ঢাকা খিলগাঁও মাখজানুল উলুম মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
সভাপতির বক্তব্যে হেফাজত ইসলামের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী বলেন, ‘বাতিলের মূলোৎপাটন করতে হেফাজত ইসলামের সৃষ্টি হয়েছে’। তিনি বলেন, ‘হেফাজতে ইসলামের দায়িত্ব পাওয়া বড় কথা নয়। দায়িত্ব ঠিকভাবে পালন করাটাই বড় কথা। আমাদের দায়িত্ব আদায় করতে হবে’।
তিনি আরও বলেন, আল্লাহকে রাজি খুশি করার জন্য কাজ করতে হবে। পদ-পদবী আমাদের উদ্দেশ্য নয়, আমাদের কাজ আল্লাহ তায়ালার জন্য।
পরিচিতি সভায় উপস্থিত ছিলেন- হেফাজত ইসলামের উপদেষ্টা আল্লামা মুহিববুল্লাহ বাবুনগরী, কেন্দ্রীয় মহাসচিব নুরুল ইসলাম জিহাদী, কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী, মাওলানা মাহফুজুল হক, যুগ্মমহাসচিব মাওলানা মামুনুল হক, সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, কবি মুহিব খান, মুফতি মিজানুর রহমান সাঈদ প্রমুখ।
-এএ