কাজী আব্দুল্লাহ ।।
ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস ইসরায়েলি সেনাবাহিনী দ্বারা অধিষ্ঠিত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বাড়িঘর ধ্বংস করার বিষয়টি “জাতিগত নির্মূলকরণের নীতি” হিসাবে ঘোষণা করেছে।
আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে হামাসের মুখপাত্র হাজেম কাসেম বলেছেন, জর্ডানের উত্তরাঞ্চলীয় উপত্যকা অঞ্চলে ইসরায়েলের ঘরবাড়ি ধ্বংস করা জাতিগত নির্মূলকরণ নীতির ধারাবাহিকতা যা দখলদার বাহিনী এবং তার সহচরদের দ্বারা কয়েক দশক যাবৎ আমাদের জনগণের বিরুদ্ধে হয়ে আসছে।
কাসেম আরও বলেন, আমরা ফিলিস্তিনিদের বিরুদ্ধে দখলদার ইসরায়েলি বাহিনীদের দ্বারা "সংগঠিত সন্ত্রাসী" কর্মকাণ্ডের এই প্রথাটিকে প্রত্যাখ্যান করছি এবং "ফিলিস্তিনিদের বাস্তুচ্যুতকরণ নীতিমালা মোকাবিলার জন্য একটি সর্বাত্মক ও ঐক্যবদ্ধ প্রতিরোধের তীব্র আহ্বান জানাচ্ছি।"
এদিকে ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, সোমবার ইসরায়েলি সেনাবাহিনী ওই অঞ্চলে প্রায় ৪০টি ফিলিস্তিনি বাড়ি ভেঙে দেয় এবং ১১ টি পরিবারকে বাস্তুচ্যুত করে। সূত্র: আনাদোলু এজেন্সি
-এটি