আওয়ার ইসলাম: সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিশংসন বিচারের বৈধতা নিয়ে চ্যালেঞ্জ ছুড়েছেন তার আইনজীবীরা। তাদের মতে, মেয়াদ শেষ হওয়ার পর কোনো প্রেসিডেন্টের অভিশংসন বিচার চালানোর বৈধতা মার্কিন সিনেটের থাকে না।
ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসনের অভিযোগের আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় ২ ফেব্রুয়ারি মঙ্গলবার তারা এ কথা বলেন।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, সাবেক প্রেসিডেন্টের আইনজীবীদের ভাষ্যের বিপরীতে অভিশংসন মামলার কৌঁসুলির দায়িত্ব পালন করা ডেমোক্র্যাট আইনপ্রণেতারা ৬ জানুয়ারি পার্লামেন্ট ভবন ক্যাপিটলে সমর্থকদের হামলার দায় পুরোপুরিভাবে ট্রাম্পকেই দিয়েছেন।
সিনেটে অভিশংসন বিচারের যুক্তিতর্ক শুরুর এক সপ্তাহ আগে মঙ্গলবার ট্রাম্পের আইনি দল ও প্রতিনিধি পরিষদের প্রতিনিধিত্ব করা ৯ ডেমোক্র্যাট নিজ নিজ পক্ষের প্রাথমিক আলোচনা তুলে ধরেন।
-কেএল