দিদার শফিক: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী বলেছেন সংগঠন ও ইসলামি রাজনীতির চর্চা সম্পূর্ণরূপে আল্লহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে হওয়া চই।পদ-পদবির অধিকারী হওয়া বা নেতা হওয়ার জন্য নয় বরং আল্লাহর জমিনে আল্লাহর নেজাম প্রতিষ্ঠার মানসিকতা নিয়ে সাংগঠনিক কাজে মনযোগী হতে হব। ইখলাস ও নিষ্ঠার সাথে এবং যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে চেষ্টা-সাধনা অব্যাহত থাকলে একদিন না একদিন ফলাফল আসবেই ইনশা-আল্লাহ।
গতকাল বিকেলে মাদ্রাসাতুল হক আল-কাসেমিয়ায় অনুষ্ঠিত গাজিপুর জেলাধীন শ্রীপুর উপজেলা জমিয়তের কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী এ সব কথা বলেন।
মাওলানা আবূ সাঈদ সুফী হুজুরের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত কাউন্সিল অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন মাওলানা নাজমুল হাসান কাসেমী, বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সহকারী মহাসচিব ও গাজীপুর জেলা জমিয়তের সভাপতি মুফতী মাসউদুল করীম ও কেন্দ্রীয় সহ সাংগঠনিক সপাদক মুফতী নাসিরুদ্দীন খানসহ স্হানীয় জমিয়তের নেতৃবৃন্দ।
কাউন্সিলে মাওলানা আবু সাঈদ সুফী হুজুরকে সভাপতি, মাওলানা আবূ বকরকে সাধারণ সম্পাদক ও মাওলানা মাহিদুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট শ্রীপুর উপজেলা জমিয়ত কমিটি গঠন ও অনুমোদন করা হয়। উক্ত অনুষ্ঠানে কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে স্হানীয় আলেম ও ব্যবসায়ীসহ বেশ কয়েকজন প্রাথমিক সদস্য ফরম পূরণ করে জমিয়তে যোগদান করেন।
-কেএল