আওয়ার ইসলাম: দেশের ১০১ জন আইনজীবী এবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদাসহ তার নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশনারদের বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তদন্ত করতে সুপ্রিম জুডিশিয়া কাউন্সিল গঠনের দাবি জানিয়ে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে আবেদন করেছেন।
ব্যারিস্টার শিহাব উদ্দিন খান সাংবাদিকদের জানিয়েছেন, মঙ্গলবার বিকেলে রাষ্ট্রপতির দপ্তরে এই আবেদন পৌঁছানো হয়।
জানা যায়, আবেদনে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ও বিএনপি নেতা ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, সাবেক সম্পাদক ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, সাবেক এমপি সৈয়দা আশিফা আশরাফী পাপিয়াসহ ১০১ আইনজীবীর স্বাক্ষর করেছেন।
এছাড়া, আবেদনে বর্তমান সিইসিকে দায়িত্ব পালন থেকে বিরত রেখে তদন্তকালে দায়িত্ব পালনের জন্য একজন নির্বাচন কমিশনারকে দায়িত্ব প্রদানেরও দাবি জানানো হয়েছে।
আবেদনে ইসি'র কমিশনারদের বিরুদ্ধে প্রশিক্ষণ বাজেটের টাকা হাতিয়ে নেওয়া, কর্মচারী নিয়োগে অনিয়ম, নিয়ম বহির্ভূতভাবে কমিশনারদের গাড়ি ব্যবহার, ইভিএম ক্রয় ও ব্যবহারে গুরুতর অনিয়ম, বিভিন্ন নির্বাচনে সংঘটিত অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে নির্লিপ্ততা ও ব্যর্থতা, সাংবিধানিক দায়িত্ব পালনে অযোগ্যতা ও নিজেকে বিশেষ বক্তা দেখিয়ে আর্থিক সুবিধা নেওয়ার অভিযোগ আনা হয়েছে।
-কেএল