আওয়ার ইসলাম: মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি, দেশটির প্রেসিডেন্টসহ বেশ কয়েকজন ক্ষমতাসীন মন্ত্রীকে আটকের পর স্থানীয় সময় আজ সোমবার দেশটির ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। বন্ধ টেলিফোন সেবাও।
এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া পোস্টে মিয়ানমার রেডিও এবং টেলিভিশন জানিয়েছে, চলমান যান্ত্রিক ত্রুটির আমরা জানাতে চাই, এমআরটিভি এবং মিয়ানমার রেডিওর সম্প্রচার সম্ভব হচ্ছে না।
এএফপির খবরে জানা যায়, নেটব্লকস নামের এক নাগরিক সংগঠন বলছে, স্থানীয় সময় আজ ভোররাতে টেলিযোগাযোগ ব্যাহত হয়। মিয়ানমারের রাজধানী নেপিডোতে ইন্টারনেট যোগাযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এতে সু চিকে আটকের অনেক খবর জানা যাচ্ছে না।
এর আগে সোমবার ভোরে অভিযান চালিয়ে মিয়ানমারের রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সু চি ও প্রেসিডেন্ট উইন মিন্টসহ ক্ষমতাসীন দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসির (এনএলডি) শীর্ষ নেতাদের আটক করা হয়।
পরে এক বিবৃতিতে দেশটির সেনাবাহিনী জানিয়েছে, দেশের ক্ষমতা কমান্ডার-ইন-চিফ মিন অং হ্লেইংয়ের কাছে হস্তান্তর করা হয়েছে। অর্থাৎ মিয়ানমারের ক্ষমতা এখন সেনাবাহিনীর দখলে।
প্রসঙ্গত, কয়েক সপ্তাহ ধরেই মিয়ানমারের সেনাবাহিনী ও বেসামরিক সরকারের মধ্যে উত্তেজনা চলছে। মিয়ানমারে প্রায় পাঁচ দশক ধরে ক্ষমতায় ছিল সেনাবাহিনী। সেনাবাহিনী দেশটির বেসামরিক সরকারের বিরুদ্ধে নভেম্বরের নির্বাচনে কারচুপির অভিযোগ তুলেছে।
-এএ