ইয়াহইয়া বিন আবু বকর নদভী।।
অধিকৃত জেরুসালেমের বিভিন্ন অঞ্চলে প্রতিবছর এই শীতকালীন সময়ে দখলদার ইসরায়েলের জুলুমের এক নতুন ধারা শুরু হয়, ফলে সেখানকার শত শত পরিবার গৃহচ্যুত হতে বাধ্য হয়৷
ফিলিস্তিনি সংবাদপত্র ‘আল কুদস’ জানায়, দখলদার ইসরায়েলের পানি সংস্থা আল আকসার দক্ষিণে সিলওয়ান শহরের দিকে নর্দমার লাইন এবং কারখানার নিকাশী পাইপগুলোর মুখ সেট করে বন্যা সৃষ্টি করছে৷ ফলে সেখানকার অধিবাসীরা শ্বাসকষ্টজনিত রোগসহ আরো বিভিন্ন ব্যধিতে আক্রান্ত হচ্ছে, তাদের ঘরবাড়িগুলোও ধ্বংস হয়ে যাচ্ছে৷
আক্রান্তদের মধ্যে ‘মুহাম্মদ শ্বেইকি’ বলেন, ইসরায়েলের (গিহন) জল সংস্থা বৃষ্টির মৌসুমে বাঁধ তৈরি করে প্রচুর পানি জমা করে রাখে৷ এরপর শীত এলে সমস্ত পানি এবং নর্দমার লাইনগুলো ছেড়ে দেয়, ফলে সকল পানি আমাদের অঞ্চলে নেমে আসে এবং একটি মিটার উচু হয়ে পুরো অঞ্চলকে প্লাবিত করে আমাদের বাড়িতে প্রবেশ করে। এছাড়াও এ অঞ্চলের ক্ষেত-খামারগুলো ডুবে গিয়ে সমস্ত ফসল নষ্ট হয়ে যায়৷
এবং বাড়ির বৈদ্যুতিক সরঞ্জামগুলি নষ্ট হয়ে যায় এবং আসবাবপত্র ও অবকাঠামো ব্যাপক ক্ষতিগ্রস্থ হয় ৷ বিশেষত নারী ও বাচ্চাদের স্বাস্থ্যের সমস্যার কারণ হয়৷ তাদের অধিকাংশই এর ফলে বিভিন্ন রোগে আক্রান্ত হয় এবং শ্বাসকষ্টে ভোগে৷
তিনি আরো জানান, আশেপাশের বাসিন্দারা এই সমস্যাগুলি উত্থাপনের জন্য ইসরায়েলের জল সংস্থা (গিহন) এর সাথে যোগাযোগের চেষ্টা অব্যাহত রেখেছে, তবে তাদের সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হয়েছে৷ কারণ (গিহান) তাদের সাথে যোগাযোগ করতে অস্বীকার করে বলে এই সমস্যা আমাদের কারণে নয়, বরং নাগরিকদের ঘরে রয়েছে।
অথচ অনেক প্রমাণ ও ভিডিও ফুচেজ রয়েছে যা প্রমাণ করে, মূল সমস্যাটি সংস্থার নিকাশীর কারণে ঘটেছে, তারা এটিকে বরাবরই অস্বীকার করে চলেছে৷ সূত্র: আলকুদস সিটি ডট কম
-এটি