আওয়ার ইসলাম: ইসলামিক ফাউন্ডেশনের জাকাত তহবিলের অর্থ আত্মসাতের মামলায় অভিযোগ গঠনের বিরুদ্ধে হাই কোর্টে আবেদন করেছেন মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদী।
গতকাল রোববার আবেদনটি করা হয়েছে জানিয়ে সাঈদীর আইনজীবী মুজাহিদুল ইসলাম শাহীন গণমাধ্যমকে বলেন, অভিযোগ গঠনের আদেশ বাতিল এবং অভিযোগ থেকে অব্যাহতি চাওয়া হয়েছে ওই আবেদনে।
বিচারপতি এম ইনায়েতুর রহিম ও মো.মোস্তাফিজুর রহমানের হাই কোর্ট বেঞ্চে আবেদনটির শুনানি হতে পারে। তবে ওই বেঞ্চে আবেদনটি এখনও উপস্থাপন করা হয়নি।
জানা যায়, ইসলামিক ফাউন্ডেশনের জাকাত তহবিলের অর্থ আত্মসাতের মামলায় গত ১১ জানুয়ারি অভিযোগ গঠন করে জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীসহ ছয়জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দেয় ঢাকার বিশেষ জজ আদালত। ওই আদালতের বিচারক বিচারক সৈয়দা হোসনে আরা আগামী ১৭ ফেব্রুয়ারি এ মামলার সাক্ষ্যগ্রহণের তারিখ রেখেছেন।
মামলার অন্য আসামিরা হলেন- ইসলামিক ফাউন্ডেশনের সাবেক পরিচালক মোহাম্মদ লুৎফুল হক, মসজিদ কাউন্সিল ফর কমিউনিটি অ্যাডভান্সমেন্টের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ইসলামী সমাজকল্যাণ কেন্দ্রের সাবেক সভাপতি তোফাজ্জল হোসেন ও ইফার মসজিদ কাউন্সিলের সহকারী পরিচালক মো. আব্দুল হক, বন্ধুজন পরিষদের প্রধান সম্পাদক মিয়া মোহাম্মদ ইউনুস।
উল্লেখ্য, ২০১০ সালের ২৪ মে ইসলামিক ফাউন্ডেশনের তৎকালীন পরিচালক আইয়ুব আলী চৌধুরী শেরেবাংলা নগর থানায় এ মামলা দায়ের করেন। আসামিদের বিরুদ্ধে ইসলামিক ফাউন্ডেশনের জাকাত তহবিলের অর্থ আত্মসাতের অভিযোগ আনা হয় সেখানে। তদন্ত শেষে ২০১২ সালের ৩০ এপ্রিল আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন দুদকের সহকারী পরিচালক ওয়াজেদ আলী গাজী।
-এটি