ইয়াহইয়া বিন আবু বকর নদভী।।
ইয়েমেনের উত্তর হুজ্জা জেলার পঞ্চম সামরিক অঞ্চলে হুথিদের পুতে রাখা প্রায় ৫ হাজার মাইন ও বিস্ফোরক ধ্বংস করে ইয়েমেনের সেনারা।
গতকাল (শনিবার ৩০ জানুয়ারি) ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান ‘মেজর মুজাহিদ আস শায়ের’ এক শাক্ষাৎকারে বলেন, এই বিপুল সংখ্যক মাইন ও বিস্ফোরক গত দু'বছর ধরে স্বাধীনকৃত ‘মিডি, হিরান, আবস এবং হারদ’ জেলায় হুথী মিলিশিয়া বিদ্রোহীরা এলোমেলোভাবে বিভিন্ন রাস্তাঘাট এবং বেসামরিক বাড়িঘর এবং খামারে পুতে রেখেছিলো।
তিনি আরো জানান, অঞ্চলটিতে আরো হাজার হাজার মাইন রয়েছে, যা বেসামরিক মানুষের জীবনকে হুমকির মুখে ফেলে দিয়েছে৷ বিগত বছরে বেশকিছু বেসামরিক লোক এই মাইন বিস্ফোরণে নিহত হয়েছে৷ ৫০ জনেরও বেশি আহত হয়৷ তিনি এই ক্ষেত্রে কর্মরত সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সংস্থাগুলিকে অতি দ্রুত এ অঞ্চলগুলোকে মাইনমুক্ত করার অনুরোধ জানান৷
বিবৃতি অনুসারে ইঞ্জিনিয়ারিং দলগুলি পঞ্চম সামরিক অঞ্চলে সরকারী বাহিনী রাস্তা সুরক্ষার ও অঞ্চলগুলোকে মাইন থেকে পরিস্কার করার জন্য কঠোর পরিশ্রম করে যাচ্ছেন৷ আর মাইনগুলো মূলত সরকারী বাহিনীর গতিবিধি সীমাবদ্ধ এবং তীদের অগ্রগতিকে থামানোর জন্য পুতে রাখা হয়েছে৷ -সূত্র: ইয়েমেন শাবাব নেট, আলআরাবিয়্যা নেট
-এটি