আওয়ার ইসলাম: এবার সর্বশক্তি দিয়ে ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন জর্দানের রাজা দ্বিতীয় আবদুল্লাহ। তিনি বলেছেন, জর্ডানের জন্য ফিলিস্তিন ইস্যু খুবই গুরুত্বপূর্ণ। সর্বশক্তি দিয়ে আমরা আমাদের ফিলিস্তিনি ভাইদের পাশে দাঁড়াবো। যেন তারা তাদরে বৈধ অধিকার ফিরে পেতে পারে।
শনিবার (৩০ জানুয়ারি) জর্ডানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।
দ্বিতীয় আবদুল্লাহ বলেন, ফিলিস্তিন ইস্যুর সমাধান ছাড়া শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠা সম্ভব নয়। পবিত্র জেরুসালেম নগরীতে মুসলিম ও খ্রিস্টানদের পবিত্র স্থানগুলোর রক্ষণাবেক্ষণে আম্মানের দায়বদ্ধতা অব্যাহত থাকবে। আন্তর্জাতিক আইন অনুযায়ী জর্ডান আল আকসা মসজিদের তত্ত্বাবধানকারী বৈধ কর্তৃপক্ষ। দেশটির নিযুক্ত একটি পরিষদ জেরুসালেমে ইসলামি স্থাপনাগুলোর দেখভাল করে থাকে।
এমন সময়ে জর্ডানের রাজা ফিলিস্তিন ইস্যু সমাধানের তাগিদ দিলেন যার কদিন আগেই ফিলিস্তিন-ইসরায়েল ইস্যুতে দুই রাষ্ট্রভিত্তিক মীমাংসার পক্ষে নিজেদের অবস্থানের কথা জানায় আমেরিকার নতুন প্রশাসন।
এমডব্লিউ/