আওয়ার ইসলাম: ভারতীয় মুসলমানদের সর্ববৃহৎ সামাজিক সংগঠন জমিয়তে উলামায়ে হিন্দ মাদরাসা শিক্ষার্থীদের ধর্মীয় শিক্ষার পাশাপাশি জাগতিক ও আধুনিক শিক্ষায় শিক্ষিত করতে ভারতের প্রায় ১১টি জেলায় উন্মুক্ত স্কুল প্রতিষ্ঠা করেছে।
জমিয়তের অফিসিয়াল ফেসবুক পেইজে প্রকাশিত উর্দু বিবৃতিতে বলা হয়, ভারতের ১১টি জেলার প্রায় ৮০ জন নবনিযুক্ত শিক্ষককে প্রশিক্ষণ দেয়া হচ্ছে মাসব্যাপী। প্রশিক্ষণ শেষে নির্ধারিত জেলায় তারা নিয়মতান্ত্রিকভাবে শিক্ষাদান শুরু করবেন।
গত ২৪ জানুয়ারি প্রতিষ্ঠিত এ স্কুলের কার্যক্রম শুরু হয়েছে ইতোমধ্যেই। আজ ৩১ জানুয়ারি (রোববার) একটি কেন্দ্রে উদ্ভোধনী সবক অনুষ্ঠিত হয়।েএত বক্তৃেতা করেন জমিয়তে উলামায়ে হিন্দের সাধারণ সম্পাদক মাওলানা মাহমুদ মাদানি। তিনি বলেনছেন, এই উন্মুক্ত স্কুলগুলো মাদরাসার ছাত্রদের জন্য প্রতিষ্ঠা করা হয়েছে। যেন তারা নিরাপদ পরিবেশে ধর্মীয় শিক্ষার পাশাপাশি জাগতিক শিক্ষাও অর্জন করতে পারে।
মাওলানা মাদানি আরো বলেন, আমাদের আসল উদ্দেশ্য দ্বীনের প্রচার-প্রসার। আমাদের সন্তানেরা যখন দ্বীনি শিক্ষার পাশাপাশি জাগতিক শিক্ষাও অর্জন করবে, তখন দ্বীন প্রচারে জাগতিক শিক্ষাও সহায়ক ভূমিকা পালন করবে।
এর আগে জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি মাওলানা আরশাদ মাদানি বলেছেন, এখন সময় এসেছে; মুসলমানদের পেটে পাথর বেঁধে হলেও নিজেদের সন্তানদেরকে উচ্চশিক্ষায় শিক্ষিত করার। আমাদের নিজেদের প্রতিষ্ঠিত এমন কিছু কলেজ-বিশ্ববিদ্যালয় থাকা দরকার, যেখানে আমাদের সন্তানেরা ধর্মীয় মূল্যবোধ বজায় রেখে জাগতিক শিক্ষা অর্জনে সক্ষম হয়।
মাওলানা আরশাদ মাদানি বলেন, দেশজুড়ে এখন যে ধরনের ধর্মীয় ও আদর্শিক যুদ্ধ শুরু হয়েছে, তার মোকাবেলা কোনো অস্ত্র বা প্রযুক্তি দিয়ে করা সম্ভব নয়। বরং এই যুদ্ধ জয়ের একমাত্র উপায় নতুন প্রজন্মকে শিক্ষিত করে এমনভাবে যোগ্য করে গড়ে তোলা, যেন তারা নিজেদের জ্ঞান এবং প্রতিভার অস্ত্র দিয়ে এই আদর্শিক যুদ্ধে প্রতিপক্ষকে পরাস্ত করতে সক্ষম হয়।
পরিশেষে বলা যায়, ভারতের জমিয়তে উলামায়ে হিন্দের প্রতিষ্ঠিত উন্মুক্ত স্কুল। যেখানে ভারতীয় মুসলমানরা দ্বীনি জ্ঞানের পাশাপাশি জাগতিক জ্ঞানও শিখতে পারবে। ফিদায়ে মিল্লাত সাইয়িদ আসআদ মাদানি রহ. স্বপ্ন দেখতেন ভারতের বুকে মুসলমানদের মালিকানায় মানসম্মত ইংরেজি মাধ্যম প্রতিষ্ঠা করবেন। তার সেই স্বপ্নই হয়তো আজ বাস্তবে রূপ পাচ্ছে। ভারতের জমিয়ত শত বাঁধা দূরে ঠেলে এগিয়ে যাক অনেক দূর! ভালোবাসা ও শুভকামনা তাদের জন্য!
এমডব্লিউ/