শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
অ্যাডভোকেট আলিফের কবর জিয়ারত ও পরিবারের পাশে হেফাজতের শীর্ষ নেতৃবৃন্দ  প্রাইমারি স্কুলে আলেম ধর্মীয় শিক্ষক বাধ্যতামূলক করতে হবে: মাওলানা ইসলামাবাদী বগুড়ায় ছাত্র আন্দোলনে আহত ও শহীদদের স্মরণে স্মরণসভা শেরপুরে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে স্মরণসভা শেরপুরে শেখ হাসিনাসহ ৫৯ জনের নামে মামলা কাল বাদ জুমা বায়তুল মোকাররমে হেফাজতে ইসলামের বিক্ষোভ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে যা বললেন জামায়াত আমীর হজ নিবন্ধনের সময় বাড়ল ১৫ দিন রাষ্ট্রদ্রোহী সংগঠন চলতে দেয়া হবে না: মাওলানা আহমদ আলী কাসেমী ২২৫০০ কোটি নতুন টাকা ছাপিয়ে ৬ ব্যাংককে দিল বাংলাদেশ ব্যাংক

ফেব্রুয়ারিজুড়ে অনলাইনে ২১শে বইমেলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনাভাইরাস মহামারীর মধ্যে বাংলা একাডেমির আয়োজনে অমর একুশে গ্রন্থমেলা পিছিয়ে গেলেও ফেব্রুয়ারির প্রথম দিন থেকে বই অলাইন বিডির আয়োজনে শুরু হচ্ছে মাসব্যাপী ‘অনলাইন ২১শে বইমেলা’।

বই অনলাইন বিডিতে আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন বইয়ের বিকিকিনি হবে। প্রতিদিন রাত ১১টায় আয়োজকদের ফেইসবুক পাতা থেকে লেখক, প্রকাশক ও পাঠকদের নিয়ে হবে আলোচনা অনুষ্ঠান।

আজ রোববার তথ্যমন্ত্রী হাছান মাহমুদ সচিবালয়ে ‘এই একুশে বই যাবে ঘরে ঘরে!’ স্লোগানে এই বইমেলার উদ্বোধন করেন। boionlinebd.com এর সত্ত্বাধিকারী রবিন আহসান জানান, মেলায় সব বইয়ের দামে ২৫ শতাংশ ছাড় দেওয়া হবে।

এখন বিশ্বের বেশিরভাগ বইমেলা স্থগিত। কলকাতা বইমেলা স্থগিত করা হয়েছে। একুশের বইমেলাও ঠিক সময় হচ্ছে না। আমরা চিন্তা করলাম যদি অনলাইনে একুশে বইমেলাকে পুরো ফেব্রুয়ারি মাস ধরে রাখতে পারি, সেজন্য এই মেলার আয়োজন করেছি। রবিন বলেন, প্রতিদিন রাত ১১টায় তাদের ফেইসবুক পাতায় লেখক, প্রকাশক ও পাঠাকদের যুক্ত করা হবে বই নিয়ে আলোচনায়। অনলাইনে নতুন যেসব বই বের হচ্ছে, তার খবর প্রচার করা হবে।

তথ্যপ্রযুক্তিকে কাজে লাগিয়ে এই অনলাইন বইমেলার আয়োজন করায় আয়োজকদের ধন্যবাদ জানান তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।

তিনি বলেন, আমাদের দেশ এখন ডিজিটাল, দেশের ১১ কোটির বেশি মানুষ এখন ইন্টারনেট ব্যবহার করে। ফলে দেশের বহু মানুষের কাছে অনলাইনে পৌঁছানো সম্ভব।

অনলাইনে যখন বইমেলা হবে, সেখানে বইয়ের পরিচিতি তুলে ধরবে, বইয়ের লেখকদের নিয়ে এসে তাদের বক্তব্য প্রচার করবে, যে কেউ যে কোনো প্রান্ত থেকে বসেই এতে শরিক হতে পারবেন।

তিনি আরো বলেন, দুঃখজনক হলেও সত্য, শিশু-কিশোর, তরুণ-তরুণীদের মধ্যে বই পড়ার অভ্যাসটা আগের মত আর নেই। আমি মনে করি বই পড়ার অভ্যাসটা কিশোর-কিশোরী, তরুণ-তরুণীদের মধ্যে আবারও গড়ে তোলা প্রয়োজন। সেটি গড়ে তোলার ক্ষেত্রে এই বইমেলা সহায়ক ভূমিকা পালন করবে।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ