শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
অ্যাডভোকেট আলিফের কবর জিয়ারত ও পরিবারের পাশে হেফাজতের শীর্ষ নেতৃবৃন্দ  প্রাইমারি স্কুলে আলেম ধর্মীয় শিক্ষক বাধ্যতামূলক করতে হবে: মাওলানা ইসলামাবাদী বগুড়ায় ছাত্র আন্দোলনে আহত ও শহীদদের স্মরণে স্মরণসভা শেরপুরে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে স্মরণসভা শেরপুরে শেখ হাসিনাসহ ৫৯ জনের নামে মামলা কাল বাদ জুমা বায়তুল মোকাররমে হেফাজতে ইসলামের বিক্ষোভ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে যা বললেন জামায়াত আমীর হজ নিবন্ধনের সময় বাড়ল ১৫ দিন রাষ্ট্রদ্রোহী সংগঠন চলতে দেয়া হবে না: মাওলানা আহমদ আলী কাসেমী ২২৫০০ কোটি নতুন টাকা ছাপিয়ে ৬ ব্যাংককে দিল বাংলাদেশ ব্যাংক

আল্লামা জুনায়েদ বাবুনগরীর স্বাস্থ্যের উন্নতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোস্তফা ওয়াদুদ: আমিরে হেফাজত, দারুল উলূম হাটহাজারীর শাইখুল হাদিস আল্লামা জুনায়েদ বাবুনগরীর স্বাস্থ্যের উন্নতি হয়েছে। বিষয়টি আওয়ার ইসলামকে তার একান্ত ব্যক্তিগত সহকারী মাওলানা ইনআমুল হাসান ফারুকী নিশ্চিত করেছেন। এর আগে গত পাঁচদিন ধরে অসুস্থ ছিলেন তিনি। বর্তমানে চট্টগ্রাম নগরীর সি এস সি আর হাসপাতালের হার্ড বিশেষজ্ঞ ডাক্তার ইব্রাহিমের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন তিনি।

গতকাল শনিবার (৩০ জানুয়ারি) বাদ আসর চেক-আপ ও চিকিৎসার জন্য চট্টগ্রামের নগরীর সি এস সি আর হাসপাতালে ভর্তি করানো হয়েছিলো আল্লামা বাবুনগরীকে।

জানা গেছে, আল্লামা জুনায়েদ বাবুনগরীর অবস্থা আগের চেয়ে এখন কিছুটা ভালো। তবে ডাক্তারের পরামর্শে তিনি আরও কিছুদিন হাসপাতালে থাকবেন।

এদিকে আল্লামা জুনায়েদ বাবুনগরীর আজ প্রধান অতিথি হিসেবে অংশ নেয়ার কথা ছিলো দেশের দক্ষিণাঞ্চলীয় ভোলা জেলার একটি মাদরাসার ৫০ সালা দস্তারবন্দী মহাসম্মেলনে। অসুস্থতার কারণে ইচ্ছা থাকা সত্ত্বেও তিনি সে মাহফিলে অংশ নিতে পারেননি। এর আগে অসুস্থতার কারণে জামিয়া ইউনুছিয়া ব্রাক্ষ্মণবাড়ীয়ার মাহফিলেও অংশ নেননি আল্লামা জুনায়েদ বাবুনগরী।

এর আগে গণমাধ্যমকে আল্লামা বাবুনগরীর অসুস্থতা বিষয়ে মাওলানা ইনআমুল হাসান ফারুকী বলেছিলেন, গত বুধবার (২৭ জানুয়ারি) নিয়মিত হাদিসের সবক পড়িয়েছেন। বাদ জোহর থেকে হঠাৎ কাঁপুনি দিয়ে গায়ে জ্বর আসে। এরপর থেকে শারীরিক অবস্থা দূর্বল হতে থাকে। এরপরই হাসপাতালে ভর্তি করানো হয় তাকে। আল্লামা জুনায়েদ বাবুনগনরীর ডায়াবেটিস ও পেশার নিয়ন্ত্রণে আছে বলে জানা গেছে। এছাড়া কিডনিতে সামান্য সমস্যা ও দীর্ঘ মেয়াদি ডায়াবেটিস এর কারণে শরীরে পানি জমে গেছে। জানা গেছে, বাম পায়ে পানি জমে থাকায় সামান্য ইনফেকশন দেখা দিয়েছে।

তিনি আরও বলেন, দেশ বিদেশে সকল মুসলমানদের নিকট আমীরে হেফাজতের পরিপূর্ণ সুস্থতা ও দীর্ঘ নেক হায়াতের জন্য দুআ কামনা করছি!

এমডব্লিউ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ