কাজী আব্দুল্লাহ ।।
আফগান বাহিনীর বিমান ও স্থল হামলায় কমপক্ষে ৩৬ জন তালেবান নিহত হয়েছে, আহত হয়েছে আরও ৫ জন।
আজ রোববার আফগান ন্যাশনাল আর্মির জানায়, শনিবার সন্ধ্যায় কান্দাহার প্রদেশে তালেবানরা বিমান ও স্থল হামলার মাধ্যমে নিরাপত্তা বাহিনীকে তাদের লক্ষ্যবস্তু বানানোর পরিকল্পনা করছিল। তারই পরিপ্রেক্ষিতে এই হামলা চালানো হয় বলে জানিয়েছে তারা।
তবে তালেবানদের পক্ষ থেকে এখনো কোনো বিবৃতি আসেনি। কান্দাহারের একজন সমাজকর্মী আনাদোলু এজেন্সিকে বলেন,আফগান সেনাবাহিনী এবং তালেবানরা কয়েক সপ্তাহ ধরে আরঘান্ডাব শহরে মারাত্মক সংঘর্ষে লিপ্ত রয়েছে।
তিনি আরও বলেন সরকারী বাহিনী তালেবানদের বিরুদ্ধে অভিযান চালায়, অভিযান চলাকালে কোনও বেসামরিক লোককে ছেড়ে দেওয়া হয়নি, পরিবারগুলো কোনোমতে যুদ্ধ ক্ষেত্র থেকে পালিয়ে গেছে।
হামলার পরে দেশটির স্বাধীন মানবাধিকার কমিশন এক বিবৃতিতে জানিয়েছে, ২০২০ সালে আফগানিস্তানে প্রায় ২৯৯৮ জন বেসামরিক লোক প্রাণ হারিয়েছে।
২০ সেপ্টেম্বর ২০২০ সাল থেকে কাতারের দোহায় যুক্তরাষ্ট্র ও তালেবানদের মধ্যে শান্তি চুক্তি আলোচনা অব্যাহত থাকা সত্ত্বেও যুদ্ধবিধ্বস্ত দেশে সহিংসতা কমেনি।
এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসন ঘোষণা করেছে যে তারা গত ফেব্রুয়ারিতে তালেবানদের সাথে করা স্বাক্ষরিত শান্তি চুক্তি পর্যালোচনা করবে। সূত্র: আনাদোলু এজেন্সি
-এটি