আওয়ার ইসলাম: খেলাফত মজলিসের আমির অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক বলেছেন, বর্তমান কর্তৃত্ববাদী সরকারের কারণে দেশের রাজনৈতিক অঙ্গণে চরম স্থবিরতা সৃষ্টি হয়েছে। প্রশাসনের উপর ভর করে টিকে থাকা সরকার দেশকে একটি পুলিশী রাষ্ট্রে পরিনত করেছে। দেশে ঘুষ, দুর্নীতি, ধর্ষণ, নির্যাতন চরম আকার ধারণ করেছে।
শুক্রবার রাজধানীর নয়াপল্টস্থ সীগাল রেস্টুরেন্টে খেলাফত মজলিসের কেন্দ্রীয় মজলিসে শূরার অধিবেশনে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মাওলানা মোহাম্মদ ইসহাক বলেন, গত বছরে প্রায় ১০৫১ জন নারী ও শিশু ধর্ষণ বা গণধর্ষণের শিকার হয়েছে। ব্যাংক বীমাসহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে হাজার হাজার কোটি টাকা গায়েব করে দেয়া হচ্ছে। বিদেশে পাচার হয়ে যাচ্ছে দেশের লাখ লাখ কোটি টাকা। চাকুরী ও কর্মহীন হয়ে পড়ছে প্রবাসীসহ লক্ষ লক্ষ নাগরিক। এসব কর্মহীন ও চাকুরীহীন মানুষের জন্য সরকারের পক্ষ থেকে তেমন কোন তৎপরতা লক্ষ করা যায়নি।
তিনি বলেন, করোনা, বন্যা, শীতের মহাদুর্যোগের মধ্যে দ্রব্যমূল্যের উর্দ্ধগতি জনজীবনকে দুর্বিষহ করে তুলেছে। চাল, ডাল, তেল, পেঁয়াজ, আদাসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হয়েছে। সর্বত্র সিন্ডিকেটের দৌরাত্ম চলছে। একদিকে দ্রব্যমূল্যের উদ্ধগতি অন্যদিকে কৃষকরা কৃষিপণ্যের ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচেছ। এসব অনিয়ম, অব্যবস্থাপনা, জুলুম নির্যাতন বন্ধ করতে হবে। কর্তৃত্ববাদী শাসনের অবসান ঘটাতে হবে।
এদিন শূরা সদস্য ও সদস্যদের ভোটে আমির হিসেবে নবনির্বাচিত হোন, মাওলানা মোহাম্মদ ইসহাক। মহাসচিব, ড. আহমদ আবদুল কাদের।
নবনির্বাচিত আমিরে মজলিসকে শপথবাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক আবদুল্লাহ ফরিদ। নবনির্বাচিত মহাসচিব অধ্যাপক ড. আহমদ আবদুল কাদেরকে শপথ বাক্য পাঠ করান আমিরে মজলিস মাওলানা মোহাম্মদ ইসহাক।
অধিবেশনে একটি শোক প্রস্তাব ও ১. প্রস্তাব-১: বৈশি^ক মহামারি করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ও জনজীবনে স্থবিরতা ২. রাজনৈতিক সংকট ও স্থানীয় সরকারগুলোতে নির্বাচনের নামে প্রহসন ৩. অর্থনৈতিক দূরাবস্থা ও দ্রব্যমুল্যের উর্দ্ধগতি ৪. বিচারবহির্ভূত হত্যাকান্ড, ধর্ষণ, নির্যাতন ও ৫. দেশে দেশে মুসলিম নির্যাতন প্রসঙ্গে মোট ৬টি প্রস্তাব গৃহীত হয়।
-এএ