আওয়ার ইসলাম: ১৩ জানুয়ারি থেকে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত মালয়েশিয়ায় করোনা সংক্রমণ প্রতিরোধে মুভমেন্ট কন্ট্রোল অর্ডার (এমসিও) ২.০ লকডাউন ধার্য করা হয়। তবে নানা আলোচনা সমালোচনার মুখে দেশটির সরকার লকডাউন প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে।
জানা যায়, ৪ ফেব্রুয়ারি পর থেকে নতুন করে লকডাউন আর বৃদ্ধি না করার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
মালয়েশিয়ান অনলাইন সংবাদ মাধ্যম দ্যা স্টার জানায়, মঙ্গলবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক তান শ্রী ডা: নুর হিশাম আবদুল্লাহ ভার্চ্যুয়াল মিডিয়া সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।
তিনি বলেন, আমরা বুঝতে পারছি লকডাউনে আমাদের দেশের অর্থনীতি মারাত্মক হুমকির মুখে পড়েছে। এ অবস্থা চলতে থাকলে আমাদের জিডিপি কমে যাবে। তাই আগামী ৪ ফেব্রুয়ারি পর্যন্ত লকডাউন অনুসরণ করা হবে। আমরা এমসিও দীর্ঘায়িত করতে চাই না। যদি এটি দীর্ঘায়িত হয় তবে আমাদের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হতে পারে।
-কেএল