শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
অ্যাডভোকেট আলিফের কবর জিয়ারত ও পরিবারের পাশে হেফাজতের শীর্ষ নেতৃবৃন্দ  প্রাইমারি স্কুলে আলেম ধর্মীয় শিক্ষক বাধ্যতামূলক করতে হবে: মাওলানা ইসলামাবাদী বগুড়ায় ছাত্র আন্দোলনে আহত ও শহীদদের স্মরণে স্মরণসভা শেরপুরে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে স্মরণসভা শেরপুরে শেখ হাসিনাসহ ৫৯ জনের নামে মামলা কাল বাদ জুমা বায়তুল মোকাররমে হেফাজতে ইসলামের বিক্ষোভ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে যা বললেন জামায়াত আমীর হজ নিবন্ধনের সময় বাড়ল ১৫ দিন রাষ্ট্রদ্রোহী সংগঠন চলতে দেয়া হবে না: মাওলানা আহমদ আলী কাসেমী ২২৫০০ কোটি নতুন টাকা ছাপিয়ে ৬ ব্যাংককে দিল বাংলাদেশ ব্যাংক

৯৯৯ নম্বরে ফোন, অপহৃত মাদরাসা ছাত্রকে উদ্ধার করল পুলিশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গাজীপুরে অপহরণের চার ঘণ্টা পর ৯৯৯ নম্বরে ফোন পেয়ে অভিযান চালিয়ে এক মাদ্রাসা ছাত্রকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৬ জানুয়ারি) রাতে গাজীপুর চৌরাস্তা থেকে অপহৃত আশফাককে উদ্ধার করা হয়।

কালীগঞ্জের উলুখোলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ রেজাউল করিম স্বজনদের বরাত দিয়ে জানান, মঙ্গলবার সন্ধ্যা ৬ টা ২ মিনিটে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল করে অপহরণের বিষয়টি পুলিশকে জানান স্বজনরা। মাদরাসায় যাওয়ার পথে মোটরসাইকেলে তুলে আশফাককে অপহরণ করা হয়। এসময় অপহরণকারীরা মাদরাসা ছাত্রের স্বজনদের কাছে ফোনে মুক্তিপণ হিসেবে ১ লাখ টাকাও দাবি করে। টাকা না দিলে তাকে মেরে ফেলার হুমকি দিয়েছে বলেও জানান আশফাকের স্বজনরা।

তিনি আরও জানান, বিষয়টি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করে অপহরণ ও মুক্তিপণ দাবির বিষয়ে বিস্তারিত পুলিশকে জানানো হয়। পরে কালীগঞ্জ থানা পুলিশ প্রযুক্তি ব্যবহার করে অপহরণকারীদের দেওয়া বিকাশ নাম্বার ট্র্যাক করে ওই দিন রাত ১০টায় অভিযান চালিয়ে আশফাককে উদ্ধার করে।

আশফাক উপজেলার নাগরী ইউনিয়নের নগরভেলা গায়েন বাড়ির আরশেদ আলী ফিরোজের ছেলে। নগরভেলা এলাকার মাদরাসাতুল কাউসার আল ইসলামিয়ার হেফজ বিভাগের ছাত্র ছিলেন তিনি।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ একেএম মিজানুল হক জানান, ভিকটিমকে উদ্ধার করতে সক্ষম হয়েছি। তবে আসামি গ্রেফতারের অভিযান এখনও অব্যাহত রয়েছে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ