শনিবার, ৩০ নভেম্বর ২০২৪ ।। ১৫ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬


বিজয়ী হলেও সত্যকথা বন্ধ করবেন না বসুরহাটের মেয়র

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিজয়ী হলেও সত্যকথা বন্ধ করবেন না বসুরহাটের মেয়র আব্দুল কাদের মির্জা। সম্প্রতি সত্যকথার জন্য দেশের রাজনীতিতে রাতারাতি পরিচিত হয়ে উঠেছেন তিনি। গতকাল অনুষ্ঠিত হওয়া নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভার মেয়র নির্বাচনে তিনি ছিলেন আওয়ামী লীগের প্রার্থী। নির্বাচনের আগে দলীয় নেতাদের বিরুদ্ধে লাগাতার বক্তব্য দিয়েছেন তিনি। এরপরও নির্বাচনে জয়ী হোন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এর ছোট ভাই আব্দুল কাদের মির্জা।

জয় নিশ্চিত হওয়ার পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কোনো লাভালাভের আশায় আমি সত্য বলা শুরু করিনি। অপরাজনীতির বিরুদ্ধে আগের মতোই কথা বলে যাবো। এই অঙ্গীকার থেকে কেউ আমাকে ফেরাতে পারবে না। আর যতদিন রাজনীতিতে আছি, সত্যের সঙ্গে থাকতে চাই।’

গতকালের (১৬ জানুয়ারি) নির্বাচনে বিপুল ভোটে জয় পেয়েছেন আব্দুল কাদের মির্জা। প্রায় ৩৫ হাজার জনসংখ্যার বসুরহাটে তিনি পেয়েছেন ১০ হাজার ৭৩৮ ভোট। যা বিএনপি-জামায়াতের প্রার্থীদের চেয়ে প্রায় তিন গুণ বেশি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী কামাল উদ্দিন চৌধুরী পেয়েছেন ১ হাজার ৭৭৮ ভোট এবং ১ হাজার ৪৫১ ভোট পেয়েছেন জামায়াত সমর্থিত স্বতন্ত্র প্রার্থী মোশারফ হোসেন।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ