আওয়ার ইসলাম: করোনাভাইরাসের ভয়াবহ সংক্রমণ বৃদ্ধির কারণে বিধ্বস্ত ফ্রান্সে কারফিউ জারি করেছে দেশটির প্রশাসন। বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) দেশটির প্রধানমন্ত্রী জিন ক্যাসটেক্স এই ঘোষণা দেন।
ডিসেম্বর থেকেই ফ্রান্সে রাত ৮টা থেকে সকাল ৬টা পর্যন্ত কারফিউ রয়েছে বিভিন্ন স্থানে। নতুন ঘোষণা অনুযায়ী শনিবার থেকে দেশজুড়ে সন্ধ্যা ৬টা থেকে কারফিউ জারি থাকবে। জিন ক্যাসটেক্স বলেন, করোনার সংক্রমণ বাড়ছেই। দেশের অবস্থা উদ্বেগজনক। এসময় বাইরের দেশ থেকে ফ্রান্সে প্রবেশের ক্ষেত্রেও কড়াকড়ি আরোপ করেন তিনি।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহানে অস্তিত্ব শনাক্ত হওয়ার পর বিশ্বজুড়ে দাপট দেখিয়ে বেড়াচ্ছে মহামারি করোনা। ফ্রান্সে এই ভাইরাসে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৬৯ হাজার মানুষের।
এমডব্লিউ/