কাউসার লাবীব: ঘরে বসে মানসম্পন্ন স্কুল অথবা কলেজ খুঁজে পেতে চান? আপনার কাজকে সহজ করে দিবে কিশোর মাদরাসা ছাত্র নাজমুল আলম মিরাজের তৈরি একটি অ্যাপ।অ্যাপ টির নাম ‘স্কুল ঘর’। মাত্র ১৩ বছর বয়সে এমন একটি ওয়েব অ্যাপ্লিক্যাশন তৈরি করে মেধার স্বাক্ষর রেখেছে সে। অ্যাপ্লিকেশনটি তৈরিতে মিরাজের সময় লেগেছে প্রায় তিনমাস। এক্ষেত্রে কোন বিশেষজ্ঞের সাহায্য নেয় নি বলে সে জানিয়েছে।
অ্যাপটিতে ইউজারদের জন্য বিভিন্ন রকমের সেবা প্রদান করা হয়েছে। যেমন, ঘরে বসেই মানসম্পন্ন স্কুল অথবা কলেজ খুঁজতে পাারবেন। জানতে পারবেন স্কুলের কোন ক্লাসে কত টাকা টিউশন ফি এবং ক্লাসের সময়সূচি।এছাড়াও জানতে পারবেন নিজের পছন্দের স্কুলের প্রয়োজনীয় সব তথ্য।
‘স্কুল ঘর’ অ্যাপ মেকার নাজমুল আলম মিরাজ সিলেটের একটি প্রাইভেট মাদরাসার ৮ম শ্রেণির ছাত্র । ১৩ বছর বয়সী একিশোরের মেধাকে যদি সঠিকভাবে মূল্যায়ন করা হয়, তাহলে জাতি হয়তো আরো অনেককিছুই পাবে তার কাছ থেকে। এপ লিঙ্ক: https://bdschoolghor.web.app
-কেএল