আল-আমিন (বাপ্পি)
ময়মনসিংহ প্রতিনিধি>
আগামী ২২ অক্টোবর বৃহস্পতিবার ময়মনসিংহের মাদানী নগর,মধ্য বাড়েরায় অবস্থিত, খানকায়ে হুসাইনিয়া মাদানিয়া পরিচালিত জামিয়া শায়খ আব্দুল মোমিন রহ. এর আয়োজনে, জামিয়ার মিলনায়তন কক্ষে বাংলা ভাষা সাহিত্যের উপর গুরুত্বপূর্ণ আলোচনা ও প্রশিক্ষণ দিতে ময়মনসিংহ আসছে তরুণ ৪ আলেম লেখক ।
মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে ময়মনসিংহের সাহিত্যিক, সীরাত সাহিত্য চর্চা কেন্দ্রের প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি আমীর ইবনে আহমাদ আওয়ার ইসলামকে বিষয়টি নিশ্চিত করেছেন।
যে ৪ জন আলেম প্রশিক্ষণ দিবেন- বার্তা টোয়েন্টিফোর ডটকমের ইসলাম বিভাগের প্রধান মুফতি এনায়েতুল্লাহ, ঢাকা টাইমসের নিউজ এডিটর ও বাংলাদেশ ইসলামী লেখক ফোরামের সভাপতি জহির উদ্দিন বাবর, আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক মুফতি হুমায়ুন আইয়ুব এবং বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব মাওলানা গাজী সানাউল্লাহ্ রহমানী প্রমুখ। এছাড়াও স্থানীয় লেখক এবং সাহিত্যিকরাও আলোচনা করবেন।
-এএ