বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬


হবিগঞ্জের সায়হাম কটন মিলে অগ্নিকাণ্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়ার সায়হাম কটন মিলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কটন মিলটিতে আগুনের সূত্রপাত ঘটে যা এখনো জ্বলছে।

বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত এ আগুন নিয়ন্ত্রণে আনতে ৬টি ইউনিট কাজ করছে। ফায়ার সার্ভিস জানিয়েছে, মোট ৬টি ইউনিট সুতার মিলে লাগা আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালিয়ে যাচ্ছে।

সায়হাম কটন মিলের উপব্যবস্থাপনা পরিচালক এম এম রেজা বলেন, রাত সাড়ে ১২টার দিকে মিলে আগুন লাগে। শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

তিনি বলেন, কটন মিলে মোট ১০০ কোটি টাকা মূল্যের তুলা মজুত ছিল। আগুনে তা সম্পূর্ণ পুড়ে গেছে।

মাধবপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা মুহা. রকিব বলেন, সিলেট, হবিগঞ্জ ও মাধবপুর ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে একসঙ্গে কাজ করে যাচ্ছে। শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন বলেন, রাত থেকে কটন মিলটিতে আগুন জ্বলছে। আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। এই ঘটনায় হতাহতের কোনো তথ্য আপাতত নেই।

-এএ


সম্পর্কিত খবর