আওয়ার ইসলাম: বাংলাদেশ খেলাফত ছাত্র আন্দোলনের উদ্যোগে গত মঙ্গলবার জামালপুর জেলায় যমুনা নদীর পার্শ্ববর্তী
নোয়ারপাড়া এলাকায় ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্থ এতিম, বিধবা ও অসহায় বৃদ্ধদের হাতে হাদিয়া নগদ টাকা বিতরণ করা হয়। খেলাফত ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি হাফেজ জাকির বিল্লাহর নেতৃত্বে হাদিয়া বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খেলাফত ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক শাহীনুর আলম, ঢাকা মহানগর সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, হাফেজ হাবিবুর রহমান প্রমূখ।
বন্যার পানি নেমে যাওয়ার পরেও বন্যাকবলিত এলাকাগুলোতে মানুষের চরম আর্থিক টানাপোড়েন বিরাজমান থাকার প্রেক্ষিতে ছাত্র আন্দোলন নেতৃবৃন্দ সামর্থ্যবান সবাইকে গরীব-দূখী মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান। জামালপুর জেলায় হাদিয়া বিতরণ শেষে নেত্রকোণায় এক বৈঠকে হাফেজ মোজাম্মেল হককে আহবায়ক ও হাফেজ আব্দুল মোত্তালিবকে সদস্য সচিব করে খেলাফত ছাত্র আন্দোলনের জেলা শাখার ১০ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন খেলাফত যুব আন্দোলন নেতা গাজী আব্দুর রহিম, হাফেজ সালমানসহ স্থানীয় নেতৃবৃন্দ।
এমডব্লিউ/