বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬


আল্লামা শাহ আহমাদ শফী রহ. এর স্মরণে ফরিদপুরে দোয়া মাহফিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বেলায়েত হুসাইন: বাংলাদেশের সর্বজন শ্রদ্ধেয় আলেম ও দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার সাবেক মহাপরিচালক শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমাদ শফী রহ. এর স্মরণে ফরিদপুরে একটি বিশেষ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর ) জেলার ঐতিহ্যবাহী দীনি বিদ্যাপীঠ জামিয়া আরাবিয়া শামসুল উলুমে (খাবাসপুর মাদরাসা) বিকেল ৩ টায় বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ ফরিদপুর জেলা শাখার উদ্যোগে দোয়া মাহফিলটি অনুষ্ঠিত হয়।

ফরিদপুরের স্বনামধন্য আলেম-ওলামা অনুষ্ঠানটিতে অংশ নেন। এতে সভাপতিত্ব করেন বেফাকের ফরিদপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক, কওমি উলামা পরিষদের সভাপতি ও জামিয়া আরাবিয়া শামসুল উলুম এর প্রিন্সিপাল ও শাইখুল হাদিস আল্লামা মুফতি কামরুজ্জামান।

তিনি বলেন, আল্লামা শাহ আহমাদ শফি রহ. তার বিচিত্র কর্মময় জীবনের জন্য চিরকাল অমর হয়ে থাকবেন। তিনি যে অঙ্গনে প্রবেশ করেছেন, সে জায়গাকেই মুখরিত করে তুলেছেন নিজ কর্মগুণে। আল্লামা মাদানির শাগরেদ ও খলিফা হিসেবে তিনি খ্যাতি অর্জন করেছিলেন। নিজ ছাত্রদের নিকট অনন্য ওস্তাদ হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছিলেন। হাটহাজারীর দীর্ঘ সময় মুহতামিম থেকে মাদরাসা পরিচালনায় অনন্য নজির স্থাপন করেছেন। তা ছাড়া সরাসরি রাজনীতি না করলেও রাজনৈতিক অঙ্গনে জীবনের শেষের দিকে তার অনেক প্রভাব ছিল। সবশেষ তিনি দেশের ইসলামি আন্দোলনের প্রবাদ পুরুষ হয়ে উঠেছিলেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বেফাকের ফরিদপুর জেলা কমিটির সভাপতি আল্লামা হেলালুদ্দীন, জেলার সুপ্রাচীন ইসলামী বিদ্যপীঠ জামিয়া ইসলামিয়া আজিজিয়া বাহিরদিয়া মাদরাসার প্রিন্সিপাল ও শায়খুল হাদীস আল্লামা আকরাম আলী, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহঃ এর সাহেবজাদা আল্লামা মাহবুবুল হক প্রমুখ। এছাড়াও আলোচনা সভায় বেফাকের ফরিদপুর জেলা ও থানা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

-এএ


সম্পর্কিত খবর