বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬


‘সংসদে মহানবী সা. এর কটূক্তিকারীর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আইন পাস করুন’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

তাওহীদুর রহমান মুমতাজী
যশোর থেকে >

ফেইসবুকে হযরত মোহাম্মাদ সা. কে কটুক্তিকারী যবিপ্রবি শিক্ষার্থী মিঠুন মন্ডলের মৃত্যুদণ্ডের দাবিতে যশোরের দড়াটানা এলাকায় বিক্ষোভ সমাবেশ করেছে যশোর জেলা ইমাম পরিষদ।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে দড়াটানা ভৈরব চত্বরে জেলা ইমাম পরিষদ আয়োজিত বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন- যশোর জেলা ইমাম পরিষদের সভাপতি মাওলানা আনোয়ারুল করীম যশোরী।

বিক্ষোভ সমাবেশে বক্তারা জাতীয় সংসদে মহানবী সা. ও ইসলামের বিরুদ্ধে কটূক্তিকারীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আইন পাস করার আহ্বান জানান।

মুফতি কামরুল আনোয়ার নাঈম ও মুফতি আমানুল্লাহ কাসেমীর সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা মুহা. আব্দুল মান্নান, মুফতি মুহা. মুজিবুর রহমান, মাওলানা নাজমুল হক, মাওলানা রফিকুল ইসলাম, মাওলানা হামিদুল ইসলাম, মাওলানা নাসিরুল্লাহ, মাওলানা নাজির উদ্দীন, মুফতি শামসুর রহমান, মুফতি হাফিজুর রহমান, মুফতি আব্দুর রহমান এযাযী, মুফতি মাহমুদ হাসান, মাওলানা আরিফুল্লাহ আলমগীর, মুফতি উবায়দুল্লাহ শাকির, মুফতি মাসুদুর রহমান ও মুফতি আব্দুল হান্নান।

সমাবেশ শেষে শহরে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলে কয়েক হাজার ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেন।

-এএ


সম্পর্কিত খবর