বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬


দেশব্যাপী ধর্ষণের প্রতিবাদে ফুলপুরে মানবকল্যাণ সামাজিক সংগঠনের বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আল-আমিন (বাপ্পি)
ময়মনসিংহ প্রতিনিধি>

দেশজুড়ে অব্যাহত নারী ধর্ষণ ও নিপীড়নের প্রতিবাদ এবং সকল ধর্ষণের ঘটনায় জড়িতদের শরিয়ত নির্ধারিত শাস্তির দাবিতে মানবকল্যাণ সামাজিক সংগঠন (MSS) এর উদ্যোগে ময়মনসিংহের ফুলপুর উপজেলার বওলা বাজারে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শনিবার বাদ আসর বওলা বাজার কেন্দ্রীয় মসজিদের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মিছিলপরবর্তী সমাবেশে মানবকল্যাণ সামাজিক সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা আতাউর রহমান (সোহেল) বলেন, দেশে নারী নির্যাতন ও ধর্ষণের যে আইন রয়েছে তা ১৮৬০ সালের ১৬০ বছরের সনাতন আইন। এই আইনের মাধ্যমে নারী নির্যাতন ও ধর্ষণ বন্ধ হচ্ছে না বরং নোয়াখলী, সিলেট, কুমিল্লাসহ স্বাধীন বাংলাদেশের আনাচে-কানাচে মা-বোনরা নির্যাতন ও ধর্ষণের শিকার হচ্ছে। তাই সনাতন আইন পরিহার করে নারী নির্যাতন ও ধর্ষণ নির্মুল করতে ইসলামী শরিয়াহ আইন চালু করতে হবে।

তিনি বলেন, সংবিধানের জন্য জনগণ না বরং জনগণের জন্য সংবিধান। আর তাই জনগণের জন্য এই পর্যন্ত ১৬ বার সংবিধান সংশোধন করা হয়েছে। অতএব আবার জনগণ তথা মায়ের জাতির ইজ্জত সম্মান রক্ষার জন্য অতি দ্রুত সংসদ ডেকে আবার নারী নির্যাতন ও ধর্ষণের শাস্তির সনাতন আইন পরিহার করে ধর্ষকের শাস্তি ইসলামি শরীয়াহ মোতাবেক জনসম্মুখে মৃত্যুদন্ড কার্যকর করতে হবে।

তিনি আরও বলেন, দেশের বিচার বিচারহীনতার সংস্কৃতি বন্ধ করে ন্যায় বিচার কায়েম করতে হবে। এবং যারা ধর্ষকের পক্ষে কাজ করবে তাদেরকে সামাজিক ভাবে প্রতিহত করতে হবে।

এসব নারী নির্যাতন ও ধর্ষণ স্থায়ীভাবে বন্ধ করতে সংগঠনের পক্ষ থেকে ১০ দফা দাবি উত্থাপন করা হয়।
১. ধর্ষণের অপরাধীকে অতি দ্রুত শরীয়াহ'র আইন মোতাবেক জনসম্মুখে শাস্তি দিন।
২. ধর্ম শিক্ষাকে গুরুত্ব দিন।
৩. ছেলে-মেয়েদের পৃথক শিক্ষা পদ্ধতি চালু করুন।
৪. অশ্লীল নাটক, সিনেমা, টেলিফিল্ম প্রচার বন্ধ করুন।
৫. ওয়েবসিরিজ ও অশ্লীল পর্ণসাইট বন্ধ করুন।
৬. পর্দা ও শালীন পোশাক ব্যবহার করুন।
৭. ন্যায় বিচার নিশ্চিত করুন।
৮. নারীকে অশ্লীলভাবে বিজ্ঞাপনে উপস্থাপনা বন্ধ করুন।
৯. বাল্য বিবাহ বন্ধের নামে প্রচলিত আইন সংশোধন করুন।
১০. প্রতি থানায় থানাযয়,ইউনিয়নে ধর্ষণ প্রতিরোধে আলাদা ধর্ষণ প্রতিরোধ কমিটি গঠন ও পৃথক হটলাইন চালু করুন।

মিছিলপূর্ব সমাবেশে সংগঠনের প্রতিষ্ঠাকালীন সদস্য মাওলানা আশিকুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন মানবকল্যাণ সামাজিক সংগঠনের উপদেষ্টা ও জামিয়াতুন নাজিবা বুশরা মহিলা মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মুবাশ্বির হোসাইন সাকী আল কাসেমী,সংগঠনের উপদেষ্টা ও বওলা বাজার কেন্দ্রীয় মসজিদের ইমাম ও খতিব মাওলানা শহিদুল ইসলাম, প্রতিষ্ঠাকালীন সদস্য মুফতি শাফায়াত তাসনীম, সংগঠনের ১নং ওয়ার্ড সভাপতি মাওলানা মাহবুব মন্ডল, বওলা স্বেচ্ছাসেবক সমাজ সংগঠনের রবিউল হক সরকার (বাবু) প্রমুখ।

অন্যন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা তালিমুন নিসা মহিলা মাদ্রাসার পরিচালক মাওলানা নুরুদ্দীন আহমেদ, জামিয়া খাদিজাতুল কুবরা মহিলা মাদ্রাসার মুহাদ্দিস মুফতি সাদেক হোসাইন, মাওলানা সাখাওয়াত আলম, মাওলানা আবু তাহের,মাওলানা আজিজুল হক, হাফেজ সাইফুল ইসলাম, হাফেজ নুরে আলম, জহুরে আজম লাবু তালুকদার, বওলা দক্ষিণ পাড়া যুব সংগঠনের মিনহাজ উদ্দীন ও সংগঠনের বিভিন্ন ওয়ার্ডের ব্যক্তিবর্গ।

সমাবেশ শেষে বওলা বাজার মসজিদ প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বাজারের মেইন রাস্তা প্রদক্ষিণ করে,মসজিদ প্রাঙ্গণে এসে দোয়ার মাধ্যমে সমাপ্তি করা হয়।

-এএ


সম্পর্কিত খবর