বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬


সিংড়ায় নারী-শিশু নিযার্তন, হত্যা ও ধর্ষন বিরোধী মানববন্ধন করল হিলফুল ফুযুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহা. জাকারিয়া মাসুদ
নাটোর জেলা প্রতিনিধি>

নাটোরের সিংড়ায় ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যদণ্ডের দাবি জানিয়েছে ইসলামী সামাজিক সংগঠন হিলফুল ফুযুল বাংলাদেশ।

বৃহষ্পতিবার সকাল ১১টায় নাটোরের সিংড়া বাসষ্ট্যান্ড এলাকায় অনুষ্ঠিত সারাদেশব্যাপী নারী-শিশু নিযার্তন, হত্যা ও ধর্ষন বিরোধী মানববন্ধন ও প্রতিবাদ সভায় হিলফুল ফুযুল বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ এই দাবি জানান।

সংগঠনের সভাপতি মোল্লা মুহা. এমরান আলী রানার সভাপতিত্ব এবং সাধারন সম্পাদক মুফতি জাকারিয়া মাসুদের সঞ্চালনায় বক্তব্যদেন সংগঠনের উপদেষ্টা মুফতি শাহ জামাল উদ্দিন রাব্বানী, সিনিয়র সহ সভাপতি মাওলানা আতিকুর রহমান সাদী, সহ সভাপতি মাওলানা মুহা. ওমর ফারুক, ইটালী বিষ্ণপুর মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক মুহা. মিজানুর রহমানসহ অন্যরা।

বক্তারা বলেন, সারাদেশে প্রতিদিন ধর্ষনের তালিকা যে ভাবে বাড়ছে তাতে আর বেশি দিন নয় অল্পদিনের মধ্যেই করোনা ভাইরাসের চেয়ে ভয়াবহ রুপ নিবে। এই সামাজিকব্যাধি থেকে আপনি আমি কেউ রেহাই পাবো না। সমাজে যত অপকর্ম হয় তার মধ্যে সবচেয়ে ঘৃনিত ও লজ্জিত অপকর্ম হলো ধর্ষণ। ধর্ষণ হত্যার চেয়েও ভয়াবহ অপরাধ। তাই ধর্ষকদের যে প্রচলিত আইন আছে তা সংশোধন করে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করার দাবি জানাচ্ছি।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ