আওয়ার ইসলাম: বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় ধর্ষণ মামলায় গ্রেপ্তার হওয়া চার শিশুকে অভিভাবকের কাছে পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। হাইকোর্টের নির্দেশে বরিশালের শিশু আদালতের বিচারক আবু শামীম আজাদ গতকাল বৃহস্পতিবার রাতে এই নির্দেশ দেন।
এরই মধ্যে এ নির্দেশ বাস্তবায়নে কাজ শুরু করেছে প্রশাসন। বরিশালের জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান এ খবর নিশ্চিত করেছেন।
জেলা প্রশাসক জানান, হাইকোর্টের নির্দেশে বরিশাল শিশু আদালত ওই চার শিশুকে তাদের পরিবারের কাছে পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছেন। সে নির্দেশ বাস্তবায়নে রাতেই কাজ শুরু করেছে বরিশাল জেলা প্রশাসন। যশোর জেলা প্রশাসকের সঙ্গে যোগাযোগ করে পুলেরহাট শিশু উন্নয়ন কেন্দ্র থেকে ওই চার শিশুকে বরিশালে নিয়ে আসার ব্যবস্থা করার কার্যক্রম শুরু হয়েছে।
এদিকে ওই চার শিশুর মুক্তির আদেশ এরই মধ্যে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। বরিশাল কেন্দ্রীয় কারাগার থেকে এই মুক্তির আদেশ রাতেই যশোরের পুলেরহাট কিশোর উন্নয়ন কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়েছে।
বরিশালের বাকেরগঞ্জের রঙ্গশ্রী ইউনিয়নে গত ৪ অক্টোবর এক মেয়ে শিশু চার ছেলে শিশুর সঙ্গে খেলাধুলা করছিল। এরপর ওই মেয়ে শিশুটির বাবা তার মেয়েকে ধর্ষণ করা হয়েছে অভিযোগ এনে গত ৬ অক্টোবর বাকেরগঞ্জ থানায় মামলা করেন। ওই মামলায় চার শিশুকে গ্রেপ্তার করে ৭ অক্টোবর আদালতে সোপর্দ করা হয়। আদালত ওই শিশুদের কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেন।
এ সংক্রান্ত একটি সংবাদ গতকাল গণমাধ্যমে প্রচারিত হলে এটি উচ্চ আদালতের চোখে পড়ে, এরই পরিপ্রেক্ষিতে আদালত স্বপ্রণোদিত হয়ে চার শিশুকে মা-বাবার কাছে পৌঁছে দেওয়ার নির্দেশ দেন।
-এটি