বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬


মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের চিকিৎসা দিবে ফরিদপুর ডায়াবেটিক সমিতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহা. সাখাওয়াত হোসেন
ফরিদপুর জেলা প্রতিনিধি>

'ফরিদপুর ডায়াবেটিক সমিতি' মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের ডায়বেটিকস এসোসিয়েশন মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা সেবা ও বিশেষ সুবিধা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে।

সূত্র জানায়, চিকিৎসা সেবা ও বিশেষ সুবিধা প্রদান সমূহের মধ্যে রয়েছে- ৩টি সাধারণ বিছানা ফ্রী, কেবিনে অবস্থানকালে পঞ্চাশ ভাগ, ইনভেস্টিগেশন চার্জ পঞ্চাশ ভাগ রেয়াত, হাসপাতালে বিশেষ বিশেষ পরীক্ষা পত্র ছাড়, এম. আর. আই পরীক্ষার জন্য দুই হাজার টাকা, সিটি স্ক্যান এর জন্য পনের শত টাকা। ডায়বেটিকস এর রক্তের পরীক্ষার জন্য কোন চার্জ দিতে হবে না।

ফরিদপুর জেলা ইউনিট কমান্ড কার্যালয়ের সাবেক জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল ফয়েজ শাহনেওয়াজ ও ডেপুটি কমান্ডার মুক্তিযোদ্ধা মুহা. নজরুল ইসলাম জানান, ফরিদপুর ডায়বেটিকস সমিতির সাথে আমরা আলোচনান্তে প্রদানকৃত সিদ্ধান্তের চিঠিটি আমরা অবগতি প্রচারে জন্য ব্যবস্থা গ্রহন করেছি।

ফরিদপুর সদর উপজেলার সাবেক ডেপুটি কমান্ডার মুক্তিযোদ্ধা মুহা. শামসুদ্দীন মোল্লা জানান, ফরিদপুর ডায়াবেটিক সমিতির এ সিদ্ধান্তের জন্য আমরা কর্তৃপকে ধন্যবাদ জানাই। আমরা দীর্ঘদিন যাবৎ ফরিদপুরের বিভিন্ন চিকিৎসা সেবাদান প্রদানকারী প্রতিষ্ঠান ও চিকিৎসকদের এ ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করে আসছি।

ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়ন কমান্ড কাউন্সিলের কমান্ডার মুক্তিযোদ্ধা মুহা. আনোয়ার হোসেন মোল্লা মুঠোফোনে জানান, জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের জন্য বিশেষ সুবিধা প্রদানের এ মহতি সিদ্ধান্ত গ্রহণ করায় ফরিদপুর ডায়াবেটিক সমিতিকে ভাঙ্গা উপজেলার সকল মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ