বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬


নওগাঁ দারুল উলুম দপ্তরীপাড়া মাদরাসায় আল্লামা আহমদ শফী রহ. জীবন শীর্ষক আলোচনা সভা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আল-জামিআতুল ইসলামিয়া দারুল উলুম দপ্তরীপাড়া মাদরাসা নওগাঁর উদ্যোগে শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী রহ. এর জীবন কর্ম শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার বাদ আসর এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

জীবন কর্ম শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিলে শুভেচ্ছা বক্তব্য রাখেন, জামিয়ার শায়খুল হাদিস ও প্রধান শিক্ষা-সচিব আল্লামা হাফিজুর রহমান। আলোচনা সভায় দেশের শীর্ষ উলামায়ে কেরাম আল্লামা আহমদ শফী রহ. বর্ণাঢ্য জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনাকালে বলেন, শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী রহ. একজন মহা জাগরণের নাম। তিনি তালিম তরবিয়ত তজকিয়ায়ে নাফস ও মানুষের দৈনন্দিন জীবনে শিরক বিদআত ও কুসংস্কার মুক্ত করতে বহুমুখী অবদান রেখে গেছেন। দেশকে নাস্তিক্যবাদী ও হিন্দুত্ববাদি গোষ্ঠির ষড়যন্ত্র থেকে রক্ষায় হেফাজতে ইসলামের মাধ্যমে এক ঐতিহাসিক ভূমিকা রেখেছে। তিনি ইসলাহ ও তাজকিয়ার ফিকিরে জীবনের গুরুত্বপূর্ণ সময় জাতীর কল্যাণে নিবেদন করেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন দারুল উলুম দপ্তরীপাড়া মাদরাসার সন্মানিত মুহতামিম আল্লামা মাহমুদুল হক, বিশিষ্ট ওয়েজ ও শায়খুল হাদিস আল্লামা রেদওয়ানুল্লাহ, আল্লামা আবু বক্কর, আল্লামা আব্দুল হাকিম, আল্লামা আব্দুল হালিল, আল্লামা মিজানুর রহমান।

উপস্থিত ছিলেন মুফতি দেলাওয়ার হোসেন, মুফতি মহিববুল্লাহ্, মুফতি রফিকুল ইসলাম, মাওলানা মাসুদুর রহমান, হাফেজ রেজাউল করিম, ক্বারি হুসাইন আহমাদসহ জামিআর সংশিষ্ট সন্মানিত আসাতায়েযে-কেরামগণ।

অনুষ্ঠান পরিচালনা করেন জামিআার শিক্ষা-সচিব, আল্লামা মাহমুদুল হাসান সিরাজী। উপস্থিত ছিলেন নওগাঁ সদর ও পাশ্ববর্তী এলাকার কওমি মাদরাসার শিক্ষকসহ আল্লামা আহমদ শফী রহ. এর অসংখ্য খোলাফা ও ভক্তবৃন্দ৷

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ