বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬


ধর্ষণ ও নারী সহিংসতার প্রতিবাদে ময়মনসিংহের ৮ উপজেলায় যুব মজলিসের বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আল-আমিন (বাপ্পি)
ময়মনসিংহ প্রতিনিধি>

নোয়াখালীর বেগমগঞ্জে নারীর উপর বর্বরোচিত পাশবিক নির্যাতন ও নারী সহিংসতার প্রতিবাদ ও শাস্তির দাবিতে ময়মনসিংহের ৮ উপজেলায় একযোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি করেছে বাংলাদেশ খেলাফত যুব মজলিস।

মঙ্গলবার (৬ অক্টোবর) আসরের পর এসব সমাবেশ, বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

যেসব জায়গায় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে- মুক্তাগাছা উপজেলার বড় মসজিদ চত্বর, ফুলবাড়িয়া উপজেলার বড় মসজিদ চত্বর, ভালুকা উপজেলার প্রেসক্লাব চত্বর, গফরগাঁও উপজেলার বিশ্বরোড মোড়ে,নান্দাইল উপজেলার জলসিঁড়ী বাসষ্ট্যান্ড, ঈশ্বরগঞ্জ উপজেলার হারুয়া বাজার বাসষ্ট্যান্ড, ফুলপুর উপজেলার আলোকদী মেইনরোড, হালুয়াঘাট উপজেলার ধুরাইল বাজার এবং গৌরিপুর উপজেলার রামগোপালপুর বাজার বাসষ্ট্যান্ড।

মিছিল পূর্ব সমাবেশে বক্তারা, দেশব্যাপী গুম-খুন, ধর্ষণ ও নারী নিপিড়নের তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। অন্যথায় আরো বৃহত্তর আন্দোলনের হুশিয়ারী উচ্চারণ করেন নেতৃবৃন্দগণ।

সমাবেশে বক্তারা ২৪ঘন্টার মধ্যে দোষীদের গ্রেফতার করে দ্রুত বিচার ট্রাইবুনালের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ