বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬


ঢাকার বংশালে সড়কে বিস্ফোরণ, আহত ৭

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর ঢাকার বংশাল থানা এলাকার আরমানিটোলায় সুয়ারেজ লাইনে গ্যাসের বিস্ফোরণ ঘটেছে। এ ঘটনায় সড়কের বিস্ফোরিত অংশটি ভেঙে যায়। ঘটনাস্থলে ৭ জন আহত হয়েছেন।

আজ বুধবার বিকেলে আরমানিটোলা মাঠের গেটের পশ্চিম পাশের সড়কে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আহত সাতজনকে উদ্ধার করে মিটফোর্ড সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। পরে তিনজনকে মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়।

আহতরা হলেন-নোয়াব আলী, আব্দুর রব ও সিরাজ। এছাড়াও অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন। এই বিষয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদরদপ্তরের ডিউটি অফিসার মো. আনিস জানান, আরমানিটোলায় সড়কের ম্যানহোলে জমে থাকা গ্যাসের কারণে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ারের দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়।

এই বিষয়ে বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন ফকির জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সুয়ারেজ লাইনে জমে থাকা গ্যাসের কারণে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তিনজন গুরুতর আহত অবস্থায় মিটফোর্ড হাসপাতালে ভর্তি আছেন। বাকিদের প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ