মুহাম্মদ আব্দুল হান্নান মানছুর।।
রামগড়, খাগড়াছড়ি>
আলোকিত মানিকছড়ি জনকল্যাণ সংস্থার ব্যবস্থাপনায় উপমহাদেশের প্রখ্যাত আলেমেদ্বীন শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহ এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল
গতকাল সোমবার খাগড়াছড়ির মানিকছড়ি দারুস্ সুন্নাহ মাদ্রাসা মিলনায়তনে সংস্থার সাধারণ সম্পাদক মাওলানা মহিউদ্দিন বিন সুরুজ এর সঞ্চালনায় ও হাফেজ মাওলানা ফজলুল হক এর সভাপতিত্বে উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ওমর গণী এম ই এস কলেজ এর প্রাক্তন অধ্যাপক, লোখক ও গবেষক- ড. আ ফ ম খালেদ হোসাইন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শানে সাহাবা কাউন্সিল চট্টগ্রাম বিভাগীয় সভাপতি মাওলানা সানাউল্লাহ নুরী মাহমুদ, দারুল আফকার আল ইসলামিয়া চট্টগ্রাম এর মুহতামিম মাওলানা জাকারিয়া হাসনাবাদী, খাগড়াছড়ি ক্বওমি মাদ্রাসা ও ওলামা ঐক্য পরিষদ এর সভাপতি মাওলানা ক্বারি ওসমান গনী, খাগড়ছড়ি কোর্ট জামে মসজিদের খতীব মাওলানা হাবিবুল্লাহ জাহাঙ্গীর, মাওলানা নুর মুহাম্মদ, মাওলানা শামসুল হোক, মাওলানা ফরিদ উদ্দিন, মাওলানা দিদারুল আলম কাসেমী, মাওলানা ইব্রাহিম খলিল আল ফরিদী,মাওলানা হামিদুল্লাহ নোমান, মাওলানা বশির উদ্দিন। এছাড়াও দোয়া মাহফিলে স্থানীয় ওলামায়ে কেরাম, মাদ্রাসার মুহতামিম, আঈম্মায়ে মাসাজিদগণ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা ও দোয়া মাহফিলে শুভেচ্ছা বক্তব্য রাখেন আলোকিত মানিকছড়ি জনকল্যাণ সংস্থার সভাপতি হাফেজ মুহাম্মদ নাছির উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে আল্লামা ড. আ ফ ম খালেদ হোসাইন বলেন, শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ রহ. ছিলেন শতাব্দীর মহানায়ক, তার ইন্তেকালে জাতি একজন সার্বজনীন উম্মাহর দরদী রাহাবর হারালেন যা কখনো পূরণ হবার নয়। শায়খুল ইসলাম রহঃ তার পুরো জীবন জুড়ে ইসলাম দেশ ও জাতীর খেদমত করে গেছেন, তাঁর জিবন আমাদের জন্য অনুস্মরণীয় ও অনুকরণীয় তাই আমাদের কর্তব্য হলো শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহ এর বর্ণাঢ্য জীবন ও কর্ম থেকে আমাদের জীবন চলার পাথেয় অর্জন করা।
-এটি