বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬


ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কুমিল্লায় খেলাফত যুব মজলিসের বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নাজমুল হাসান।।
কুমিল্লা থেকে>

নোয়াখালীর বেগমগঞ্জসহ দেশব্যাপী অব্যহত নারী ধর্ষণ ও নারী নিপীড়ণে জড়িতদের দ্রুত বিচার আইনে সর্বোচ্চ শাস্তির দাবিতে কুমিল্লা পদুয়ার বাজার বিশ্বরোডে ‘বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কুমিল্লা জেলা শাখা’ এর উদ্যোগে এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়৷

আজ মঙ্গলবার বাদ আছর অনুষ্ঠিত এ বিক্ষোভ মিছিলে বাংলাদেশ খেলাফত যুব মজলিস কুমিল্লা জেলা শাখার আহ্বায়ক মাওলানা জামিল আহমদ আশরাফীর পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রিয় সাংগঠনিক সম্পাদক মাওলানা ফজলুর রহমান, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ জাকির হুসাইন, বাংলাদেশ খেলাফত যুব মজলিস কুমিল্লা জেলা শাখার সদস্য মাওলানা সালমান, মাওলানা ওমর ফারুক, মুহাম্মদ বোরহান, মাওলানা শরীফ আহমদ আশরাফী, মাওলানা ফখরুল ইসলামসহ প্রমুখ নেতৃবৃন্দ৷

বক্তারা বলেন, বর্তমান সময়ে ধর্ষণ ও নারী নিপীড়নের ঘটনা ধারণাতীত হারে বেড়েই চলেছে৷ একজন নারী প্রধানমন্ত্রীর দেশে নারীদের প্রতি এমন নির্যাতন ও নিপীড়নের ঘটনা যথেষ্ট লজ্জাকর বিষয়৷ সুতরাং অপরাধী যে বা যারাই হোক, তাদের দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে নারী ধর্ষক ও নারী নিপীড়কদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে৷ এমন ন্যক্কারজনক অপরাধের সয়লাবের একমাত্র কারণ হচ্ছে দেশের দুর্বল বিচার ব্যবস্থা এবং তার প্রয়োগের ব্যর্থতা৷ দেশে ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা না থাকায় বারবার ধর্ষণ এবং লোমহর্ষক নারী নির্যাতনের ঘটনা ঘটছে। অতএব ধর্ষণ ও নারী নির্যাতন সহ সকল সন্ত্রাসী কর্মকাণ্ড স্থায়ীভাবে বন্ধ করতে হলে রাষ্ট্রের সকল পর্যায়ে ইসলামী অনুশাসন মেনে চলার বিকল্প নেই।

-ওআই/আবদুল্লাহ তামিম


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ