বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬


‘দেশব্যাপী গুম, খুন, হত্যা ও ধর্ষণের বিরুদ্ধে সর্বত্র প্রতিবাদ গড়ে তুলতে হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মদ ইকরামুল হক
চট্টগ্রাম দক্ষিণজেলা প্রতিনিধি>

ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার উদ্যোগে চন্দনাইশস্থ গাছবাড়িয়া কলেজ গেইট সংলগ্ন চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (২ অক্টোবর) সকাল ৯ টায় দক্ষিণজেলা শাখা সভাপতি মুহাম্মদ শরিফুল ইসলামেরর সভাপতিত্বে অনুষ্ঠিতব্য মিছিলে প্রধান অতিথির বক্তব্যে ইশা ছাত্র আন্দোলন কেন্দ্রীয় শুরা সদস্য মুহাম্মাদ নুর আহমদ তালহা বলেছেন, মানবতা ও ধর্ষণ একসাথে চলতে পারে না, ছাত্র সমাজ এ ধর্ষণের সুষ্ঠু বিচার চাই।

তিনি আরো বলেন, আজ দেশের কোথাও সুষ্ঠু বিচার নেই, দেশ ও মানবতা আজ চরম সংকটময় মুহূর্ত পার করছে, সরকারের লালিত-পালিত কর্মী বাহিনীর অত্যাচারে দেশের সাধারণ মানুষ আজ অতিষ্ট, এক চরম দূর্দিনে অতিবাহিত হচ্ছে মানুষের দিনকাল। ব্যবসায়ীদের মালের ভয়, নারীদের ইজ্জতের ভয়, বিরোধী দলের জেল জুলুমের ভয়, সর্বত্রই ত্রাসের রাজত্ব চলছে। করোনা পরিস্থিতিতেও আমরা দেখেছি সর্বত্র অমানবিক আচরণ। মানবতা ও ধর্ষণ একসাথে চলতে পারে না। জালিমদের এই জুলুমের জিঞ্জির ভেঙে দেশ ও মানবতাকে মুক্ত করতে দেশের সকল শ্রেণির জনসাধারণকে ঐক্যবদ্ধ হয়ে সংগ্রাম করতে হবে।

সিলেট এমসি কলেজের ক্যাম্পাসে ঘটিত ধর্ষণ তার স্পষ্ট উদাহরণ দেখিয়ে তিনি আরো বলেন, বাংলাদেশ আজ ধর্ষণের অভয়ারণ্যে পরিণত হয়েছে। বিচারহীনতার কারণেই আজ ধর্ষণ এ পরিমাণ বৃদ্ধি পেয়েছে। বিচারহীনতা এভাবে চলতে থাকলে ধর্ষণের পরিমাণ প্রতিনিয়ত বৃদ্ধি পেতে থাকবে। তাই সরকারের কাছে আমরা দাবি জানাই, ধর্ষণের শাস্তি দ্রুত বিচার আইনের মাধ্যমে কার্যকর করতে হবে।

সাধারণ সম্পাদক মারুফুল ইসলামের সঞ্চালনায় মিছিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম পূর্বের আহবায়ক মাওলানা নুরুল আলম তালুকদার ও সচিব হুমায়ুন কবির।

ইশা ছাত্র আন্দোলন এর কেন্দ্রীয় সূরা সদস্য মুহাম্মাদ মিশকাতুল ইসলাম, চট্টগ্রাম দক্ষিণ জেলার সাবেক সহ সভাপতি মুহাম্মদ আসহাব উদ্দীন, আরো উপস্থিত ছিলেন ইশা ছাত্র আন্দোলন চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার সহ-সভাপতি কাজী আবরার হানিফ, সাধারণ সম্পাদক মারুফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জুনাইদুল হক, প্রশিক্ষণ সম্পাদক আরিফুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক আতিকুর রহমান , দফতর সম্পাদক মুহাম্মদ আব্বাস, আলিয়া মাদরাসা বিষয়ক সম্পাদক মিফতাহুল ইসলাম, কওমি মাদ্রাসা বি. সম্পাদক মুহাম্মদ এরশাদ, কলেজ সম্পাদক মুনজুরুল ইসলাম, স্কুল বিষয়ক সম্পাদক আরফাত হুসাইন, ছাত্র কল্যাণ সম্পাদক ওমর ফারুক , সাহিত্য ও সাংস্কৃতি আইমন হুসাইন, নেজাম, জাহাঙ্গীর আলম, মাও.আবু বকর প্রমূখ নেতৃবৃন্দ।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ