আল-আমিন (বাপ্পি)
ময়মনসিংহ প্রতিনিধি>
দেশব্যাপী অব্যাহত ধর্ষণ ও নারী সহিংসতার প্রতিবাদে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ময়মনসিংহ জেলা শাখার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ (১অক্টোবর) বৃহস্পতিবার বিকেল ৫টায় ময়মনসিংহ প্রেসক্লাব সংলগ্ন মহাকালী গার্লস স্কুল এন্ড কলেজের সম্মুখে এই মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন,আজ ধর্ষণ বাংলাদেশে মহামারী আকার ধারণ করেছে,দীর্ঘদিন বিচারহীনতার সংস্কৃতির পাশাপাশি ক্ষমতাসীনদের ছত্রছায়ায়,দেশব্যাপী ধর্ষণের উৎসব চলছে এর দায়ভার সম্পূর্ণভাবে ফ্যাসিবাদী সরকারকেই নিতে হবে,আফসোসের সাথে বলতে হচ্ছে নারীর ক্ষমতায়ন মুখরোচক বুলির আড়ালে চলছে নারীর প্রতি সহিংসতা, বর্তমান সরকার আজ নারীর নিরাপত্তা নিশ্চিত করতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে।
মানববন্ধনে বক্তারা আরো বলেন,শুধু সিলেটের এম.সি কলেজেই নয়,আজ সারাদেশে ক্ষমতাসীন আওয়ামীলীগের ছাত্র সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা ধর্ষণের মাধ্যমে ত্রাসের রাজত্ব কায়েম করছে,লক্ষ্য করুন,মানবাধিকার সংস্থা আইন ও সলিশ কেন্দ্র (আসক) এর হিসাব অনুযায়ী,তাদের কেন্দ্রের তথ্য সংরক্ষণ ইউনিট বলছে ২০১৪ সালে ৭০৭টি,২০১৫ সালে ৮৪৬টি,২০১৬ সালে ৭২৪টি,২০১৭ সালে ৮১৮টি,এবং ২০১৮ সালে ৭৩২টি ধর্ষণ বাংলাদেশে সংগঠিত হয়েছে,চিন্তা করুন আজ আমরা কোন দেশে বসবাস করছি।
এছাড়াও ২০১৯ সালে ১৪১৩জন নারী ধর্ষণের শিকার হয়েছেন৷ ২০১৮ সালে যার সংখ্যা ছিলো ৭৩২জন৷ এবং চলতি ২০২০ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ছয় মাসে দেশে ধর্ষণের শিকার হয়েছেন ৬০১ জন নারী ও শিশু। এগুলোর অধিকাংশই সরকারের ছত্রছায়ায় পলিত ছাত্রলীগের কর্মীদের মাধ্যমে সংগঠিত হয়েছে।
বক্তারা আরো বলেন,ধর্ষণের ঘটনা বৃদ্ধির পেছনে রয়েছে চরম নৈতিক অবক্ষয়,পশ্চিমা ও ভারতীয় সংস্কৃতির বিরূপ প্রভাব, মাদকের বিস্তার, বিচারহীনতা, বিচার প্রক্রিয়ায় প্রতিবন্ধকতা ও বিচারের দীর্ঘসূত্রতা।
সমাজবিদরা বলছেন, ধর্ষকদের বিচার না হওয়ার কারণে সমাজে ধর্ষণের মাত্রা বেড়ে যাচ্ছে। অতএব আমরা পরিষ্কারভাবে বলে দিতে চাই, অনতিবিলম্বে ধর্ষকদের দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে বিচারকার্যকর করতে হবে,অন্যথায় কঠিন থেকে কঠিনতর আন্দোলনে আমরা ধাবিত হবো।
মানববন্ধনে,ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ময়মনসিংহ জেলা শাখার সভাপতি এইচ এম হুজাইফার সভাপতিত্বে,ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক শহিদুল্লাহ্ আল মাসুমের সঞ্চালনায়,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ইসলামী আন্দোলন বাংলাদেশের ময়মনসিংহ জেলা উত্তরের সভাপতি মুফতি গোলাম মাওলা ভুইঞা,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ইসলামী আন্দোলন বাংলাদেশের ময়মনসিংহ জেলা দক্ষিণের সভাপতি মাওলানা মামুনুর রশিদ,এছাড়াও আরো উপস্থিত ছিলেন,ইসলামী যুব আন্দোলন ময়মনসিংহ মহানগরের সাধারণ সম্পাদক মাওলানা রফিকুল ইসলাম মন্ডল,ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ময়মনসিংহ জেলা শাখার প্রচার সম্পাদক আরিফ খাঁন জুয়েল সহ ময়মনসিংহ জেলার বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দগণ।
-এটি