মুহা. জাকারিয়া মাসুদ
নাটোর জেলা প্রতিনিধি>
রাবেতাতুল ওয়ায়েজীন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সভাপতি আল্লামা আব্দুল বাসেত খানের উপস্থিতিতে রাজশাহী বিভাগের গুরত্বপুর্ণ জেলা নাটোর, রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের জেলা কমিটি গঠন করে ২১ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেয়া হয়েছে।
সোমবার সকাল সাড়ে নয়টায় নাটোরের কান্দিভিটা মাদরাসার মসজিদে পরে প্রায় দুপুর বারোটায় রাজশাহীর জামিয়া দারুল উসওয়া মাদরাসা এবং আসরের পরে চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা নদীর তীরের মাদরাসায় অনুষ্ঠিত বিশেষ বৈঠকে এ তিনটি কমিটির অনুমোদন দেয়া হয়েছে।
নাটোরে যারা দ্বায়িত্ব পেলেন, সভাপতি: আলহাজ্ব হাফেজ মাওলানা রেজাউল করিম নাটোরী, সিনিয়র সহ-সভাপতি: মুফতী জামাল উদ্দিন রব্বানী, সাধারণ সম্পাদক: মাওলানা আবুল বাশার হেলালি, সাংগঠনিক সম্পাদক: হাফেজ মাওলানা মাহবুবুর রহমান মাহতাবী।
রাজশাহীতে যারা দ্বায়িত্ব পেলেন, সভাপতি, মুফতি মুহাম্মাদ ওমর ফারুক, সাধারণ সম্পাদক, মুফতি মোঃ হাবিবুর রহমান কাসেমী, সাংগঠনিক সম্পাদক, মুফতি আব্দুস সবুর সিরাজী।
চাপাইনবয়াবগঞ্জ যারা দ্বায়িত্ব পেলেন, সভাপতি, হাফেজ মাওলানা মুহা. মাহবুবুর রহমানের। সহ সভাপতি, মাওলানা মুহা. এখলাসু রহমান। সেক্রেটারি, মাওলানা মুহা. আলী আশরাফ। সহ সেক্রেটারি, মাওলানা মুহা. আমানুল্লাহ। সাংগঠনিক সম্পাদক, মাওলানা হাসান মুহাম্মদ ইসহাক। সহ সাংগঠনিক সম্পাদক, মাওলানা মুফতি মুহা. আসাদুল্লাহ।
বৈঠকে নিজ নিজ জেলার সকল ওয়ায়েজ এবং খুতাবাগনের উপস্থিতিতে এ কমিটি গঠন করা হয়েছে। কেন্দ্রীয় সভাপতি সাহেবের সাথে সিরাজগঞ্জ থেকে সফর সাথী হিসেবে ছিলেন, সিরাজগঞ্জ জেলা রাবেতার সভাপতি মাওলানা আব্দুল লতিফ খাঁন, সহ সভাপতি মাওলানা মুত্তালিবুর রহমান সাইফী ও মাওলানা আব্দুস সালাম উসমানী, বগুরা জেলা সভাপতি মাওলানা আব্দুল মাজেদ আনসারী, মুফতি জাকারিয়া মাসউদ সহ রাবেতার একঝাঁক নিরলস কর্মী।
-এএ