বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬


কুমিল্লা জেলা কওমি মাদরাসা সংগঠনের উদ্যোগে আল্লামা শফী রহ. এর স্মরণ সভা ৪ অক্টোবর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুফতি নাজমুল হাসান: কুমিল্লা জেলা কওমি মাদরাসা সংগঠনের উদ্যোগে আল্লামা শাহ আহমদ শফী (রহ.) এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা ও দুআর মাহফিলের আয়োজন করা হয়েছে।

আগামী ৪ অক্টোবর রোববার সকাল ১০ টায় সংগঠনের কার্যালয় জামিয়া আরাবিয়া কাসেমুল উলূম মাদরাসায় এ স্মরণ সভা অনুষ্ঠিত হবে।

কুমিল্লা জেলা কওমি মাদরাসার সংগঠনের সভাপতি ও বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ এর সহ-সভাপতি আল্লামা নূরুল হক হাফিজাহুল্লাহর সভাপতিত্বে কওমী মাদরাসা সমূহের সর্বোচ্চ অথরিটি আল-হাই‘আতুল উলয়া লিল-জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ এর সাবেক চেয়ারম্যান, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ (বেফাক) এর সাবেক সভাপতি, দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার সাবেক মুহতামিম ও তাহাফফুজে খতমে নবুওয়াত সহ নানান সংগঠনের প্রতিষ্ঠাতা ও পরিচালক, সর্বজন শ্রদ্ধেয় আলেমেদ্বীন, সদ্য প্রয়াত আল্লামা শাহ আহমদ শফী (রহ.) এর জীবন ও কর্ম শীর্ষক এ আলোচনা সভায় উপস্থিত থাকবেন আল-হাই‘আতুল উলয়া ও বেফাকের অন্যতম সদস্য দারুল উলূম বরুড়া মাদরাসার মুহতামিম আল্লামা নোমান আহমদ, বেফাকের অন্যতম সদস্য ও জামিয়া আরাবিয়া কাসেমুল উলূম কুমিল্লার নায়েবে মুহতামিম আল্লামা আব্দুল কুদ্দুস, কুমিল্লা রানির বাজার মাদরাসার মুহতামিম মাওলানা মনিরুল ইসলামসহ কুমিল্লার শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম, আল্লামা শাহ আহমদ শফী (রহ.) এর খোলাফা ও সর্বস্তরের উলামায়ে কেরাম৷

সভায় সংগঠনের পক্ষ থেকে আল্লামা শাহ আহমদ শফী (রহ.) এর ঈসালে সাওয়াবের উদ্দেশ্যে করোনাকালীন দুর্যোগে অসহায় হয়ে পড়ে আলেম ও দ্বীনদ্বার পরিবারের মাঝে আর্থিক সহযোগিতা ও সেলাই মেশিন বিতরণ করা হবে বলেও জানা যায়।

ওআই/মুফতি আবদুল্লাহ তামিম


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ