বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
অ্যাডভোকেট আলিফের কবর জিয়ারত ও পরিবারের পাশে হেফাজতের শীর্ষ নেতৃবৃন্দ  প্রাইমারি স্কুলে আলেম ধর্মীয় শিক্ষক বাধ্যতামূলক করতে হবে: মাওলানা ইসলামাবাদী বগুড়ায় ছাত্র আন্দোলনে আহত ও শহীদদের স্মরণে স্মরণসভা শেরপুরে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে স্মরণসভা শেরপুরে শেখ হাসিনাসহ ৫৯ জনের নামে মামলা কাল বাদ জুমা বায়তুল মোকাররমে হেফাজতে ইসলামের বিক্ষোভ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে যা বললেন জামায়াত আমীর হজ নিবন্ধনের সময় বাড়ল ১৫ দিন রাষ্ট্রদ্রোহী সংগঠন চলতে দেয়া হবে না: মাওলানা আহমদ আলী কাসেমী ২২৫০০ কোটি নতুন টাকা ছাপিয়ে ৬ ব্যাংককে দিল বাংলাদেশ ব্যাংক

নেত্রকোনায় নৌকাডুবিতে নিহতদের পরিবারের পাশে পিসব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আল-আমিন (বাপ্পি)
ময়মনসিংহ প্রতিনিধি>

নেত্রকোনার মদন উপজেলায় নৌকাডুবিতে নিহত আলেম-হাফেজ ও শিক্ষার্থীদের পরিবারের পাশে দাঁড়িয়েছে 'পিপলস ইমপ্রুভমেন্ট সোসাইটি অব বাংলাদেশ' (পিসব)।

বুধবার দুপুরে পিপলস্ ইমপ্রুভমেন্ট সোসাইটি অব বাংলাদেশের ব্যবস্থাপনায় নিহতদের পরিবারের মধ্যে তিনটি পরিবারকে একটি করে ব্যাটারি চালিত ভ্যান প্রদান করা হয়।

সংস্থাটির প্রজেক্ট পরিচালক ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ইমরান হুসাইন হাবিবী এর সার্বিক তত্ত্বাবধানে ঢাকা ও ময়মনসিংহের শীর্ষ ওলামায়ে কেরামগণের উপস্থিতিতে ভ্যানগুলো হস্তান্তর করা হয়।

এসময় আরো উপস্থিত ছিলেন- পাহাড়পুরী রহ. এর বড় সাহেবজাদা হযরত মাওলানা আশরাফুজ্জামান পাহাড়পুরী, শাইখুল হাদিস মুফতি ইমরান হোসাইন কাসেমী, জামিয়া উলূমুল ইসলামিয়া মোহাম্মদপুরের মুফতি জহিরুল ইসলাম সিরাজী, উত্তরা কাঁচকুরা মাদ্রাসার শিক্ষাসচিব মুফতি জহিরুল ইসলাম ফারুকী, কল্যাণপুর মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা আবু বকর মুহাম্মদ আদনান, কল্যাণপুর মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা কামরুজ্জামান, তাওহীদুল ইসলাম, বিশিষ্ট আলেম ব্যবসায়ী মাওলানা আবু বকর, ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম সাঈদ, হাফেজ মাওলানা ইসহাক, মুফতি মাহবুবুল্লাহ্, মুফতি আমীর ইবনে আহমাদ প্রমুখ।

পরে,মরহুমদের রুহের মাগফেরাত ও শোকসন্তপ্ত পরিবারদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে দোয়া করা হয়।

উল্লেখ্য, গত ৫ আগস্ট দুপুরে মদন উপজেলার উচিৎপুর সংলগ্ন গোবিন্দশ্রী এলাকায় ৪৮জন পর্যটক নিয়ে একটি নৌকা ডুবে যায়। এতে ৩০ জন সাঁতরে তীরে উঠতে পারলেও অন্যরা উঠতে পারেনি। ফায়ার সার্ভিসের কর্মীরা ১৭ জনের মরদেহ উদ্ধার করে। নিহতদের অধিকাংশই ময়মনসিংহ সদরের চর সিরতা ইউনিয়নের মাদ্রাসার ছাত্র ও শিক্ষক।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ