বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
অ্যাডভোকেট আলিফের কবর জিয়ারত ও পরিবারের পাশে হেফাজতের শীর্ষ নেতৃবৃন্দ  প্রাইমারি স্কুলে আলেম ধর্মীয় শিক্ষক বাধ্যতামূলক করতে হবে: মাওলানা ইসলামাবাদী বগুড়ায় ছাত্র আন্দোলনে আহত ও শহীদদের স্মরণে স্মরণসভা শেরপুরে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে স্মরণসভা শেরপুরে শেখ হাসিনাসহ ৫৯ জনের নামে মামলা কাল বাদ জুমা বায়তুল মোকাররমে হেফাজতে ইসলামের বিক্ষোভ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে যা বললেন জামায়াত আমীর হজ নিবন্ধনের সময় বাড়ল ১৫ দিন রাষ্ট্রদ্রোহী সংগঠন চলতে দেয়া হবে না: মাওলানা আহমদ আলী কাসেমী ২২৫০০ কোটি নতুন টাকা ছাপিয়ে ৬ ব্যাংককে দিল বাংলাদেশ ব্যাংক

নিখোঁজের ১৬ ঘন্টা পর বিল থেকে উদ্ধার ২ যুবকের লাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সুফিয়ান ফারাবী
সাভার থেকে>

সাভারে নিখোঁজের ১৬ ঘন্টা পর বিলের পানি থেকে দুই যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার বনগাঁও ইউনিয়নের বেড়াইদ দাসপাড়া মহল্লার একটি বিল থেকে তাদের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস।

নিহতদের উভয়ের নামই সুমন (১৯) ও (২০)। তাদের মধ্যে একজন ইলেকট্রিক মিস্ত্রি ও আরেকজন ট্রাক ড্রাইভার।

এলাকাবাসী জানায়, গতকাল সোমবার বিলের পানিতে ট্রালার নিয়ে ঘুরতে বের হয় ছয় যুবক। ট্রলারটি দাসপাড়া এলাকায় পৌঁছালে একটি বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা লেগে তার ছিঁড়ে পড়ে গুরতর আহত হন জুয়েল নামে এক যুবক। এতে আতঙ্কে ট্রলারে থাকা বাকি পাঁচ যুবক বিলের পানিতে লাফিয়ে পড়ে।

এসময় অন্যরা সাঁতার কেটে পাড়ে উঠতে পারলেও সুমন নামে দুই যুবক পানিতে ডুবে যায়। পরে মঙ্গলবার সকালে অভিযান চালিয়ে নিখোঁজ দুইজনের লাশ উদ্ধার করে দমকল কর্মীরা।

বিষয়টি নিশ্চিত করে বনগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম বলেন, দুইজন পানিতে ডুবে নিখোঁজের ১৬ ঘন্টা পর তাদের মরদেহ পাওয়া গেছে। এছাড়া বিদ্যুতের সংস্পর্শে আহত জুয়েলকে হাসতাপাকে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। ওই বিলের মাঝখানের বিদ্যুতের খুটি গুলো থাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে বলেও জানান তিনি।

এরআগে গত কয়েকদিন পাশর্^বর্তী নিকরাইল গ্রামে ওই বিলে ট্রলারের উপর বিদ্যুতের তার ছিড়ে পড়ে একজন নিহত ও দুইজন আহত হন।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ