শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
অ্যাডভোকেট আলিফের কবর জিয়ারত ও পরিবারের পাশে হেফাজতের শীর্ষ নেতৃবৃন্দ  প্রাইমারি স্কুলে আলেম ধর্মীয় শিক্ষক বাধ্যতামূলক করতে হবে: মাওলানা ইসলামাবাদী বগুড়ায় ছাত্র আন্দোলনে আহত ও শহীদদের স্মরণে স্মরণসভা শেরপুরে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে স্মরণসভা শেরপুরে শেখ হাসিনাসহ ৫৯ জনের নামে মামলা কাল বাদ জুমা বায়তুল মোকাররমে হেফাজতে ইসলামের বিক্ষোভ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে যা বললেন জামায়াত আমীর হজ নিবন্ধনের সময় বাড়ল ১৫ দিন রাষ্ট্রদ্রোহী সংগঠন চলতে দেয়া হবে না: মাওলানা আহমদ আলী কাসেমী ২২৫০০ কোটি নতুন টাকা ছাপিয়ে ৬ ব্যাংককে দিল বাংলাদেশ ব্যাংক

নাইক্ষ্যংছড়িতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

এম. মিজানুর রহমান
লামা (বান্দরবান) প্রতিনিধি>

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নে পুলিশের সাথে কথিত বন্দুক যুদ্ধে এজাহার নামীয় পলাতক আসামী মাদক ব্যবসায়ী রোহিঙ্গা শাহআলম/ইয়াবা রোহিঙ্গা শাহআলম ওরফে শাহআলম (৪৫) নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে ৪০ হাজার পিচ ইয়াবা ট্যাবলেট ও একটি দেশীয় তৈরী বন্দুক ও ২ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। এঘটনায় পুলিশের ২ জন সদস্যও আহত হয়েছেন।

বুধবার দিবাগত রাত অনুমান সাড়ে ৩ টার সময় ঘুমধুম ইউপিস্থ ০৪ নং ওয়ার্ড দক্ষিন ঘুমধুম বাংলাদেশ মায়ানমার চীন মৈত্রী সড়কের গাড়ী পার্কিং এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মাদক ব্যবসায়ী শাহআলম, কালু মিয়া ওরফে কালা চাঁন এর ছেলে।

পুলিশ সূত্রে জানা  যায়, লামা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মুহা. রেজওয়ানুল ইসলামের দিক নির্দেশনায় নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ মুহা. আলমগীর হোসেনের তত্ত্বাবধানে মুহা. দেলোয়ার হোসাইন' ইনচার্জ ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্র নাইক্ষ্যংছড়ি এর নেতৃত্বে, ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্র'র এসআই/(নিঃ) জীবন চৌধুরী সঙ্গীয় ফোর্সসহ নাইক্ষ্যংছড়ি ঘুমধুম এলাকায় অবৈধ মাদকদ্রব্য উদ্ধার, আসামী গ্রেফতার ও বিশেষ অভিযান পরিচালনাকালে এজাহারনামীয় পলাতক আসামী (নাইক্ষ্যংছড়ি থানার মামলা নং- ০৬(০৬)২০২০) মাদক ব্যবসায়ী শাহআলমকে ঘুমধুম ইউপিস্থ টিভি টাওয়ার এলাকা থেকে গ্রেফতার করেন।

আসামী শাহআলমকে জিজ্ঞাসাবাদের প্রাপ্ত তথ্যমতে মায়ানমার সীমান্ত দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে তার সহযোগীরা ইয়াবা ট্যাবলেটের একটি বড় চালান নিয়ে আসার সংবাদের ভিত্তিতে এসআই/নিঃ জীবন চৌধুরী সঙ্গীয় ফোর্সসহ অত্র থানাধীন দক্ষিন ঘুমধুম বাংলাদেশ মায়ানমার চীন মৈত্রী সড়কের গাড়ী পার্কিং এলাকায় পৌছলে সেখানে পূর্বে থেকে রাতের অন্ধকারে পাহাড়ী জঙ্গলে ওৎপেতে থাকা ইয়াবা বহনকারী ১০/১২ জনের একটি দল আসামী শাহআলম এর সহযোগীরা শাহআলমকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেয়ার উদ্দেশ্যে পুলিশকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি বর্ষণ শুরু করে।

এই সময় কর্তব্যরত পুলিশ সদস্যরা নিজেদের জান-মাল ও সরকারী অস্ত্রগুলি রক্ষার্থে পাল্টা গুলি করে। আসামী শাহআলম পালানোর চেষ্টাকালে গোলাগুলির মধ্যে পড়ে গুলিবিদ্ধ হয়। গুলিবিদ্ধ আসামী শাহআলমকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষনা করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মুহা. রেজওয়ানুল ইসলাম জানান, কিছুক্ষণ পর হামলাকারীরা পিছু হঠলে ঘটনাস্থলে তল্লাশী করে পলাতক আসামীদের ফেলে যাওয়া ৪০ হাজার পিচ ইয়াবা ট্যাবলেট ও একটি দেশীয় তৈরী বন্দুক ও ২ রাউন্ড কার্তুজ উদ্ধার করে পুলিশ। এই সংক্রান্তে মৃত আসামীসহ পলাতক আসামীদের বিরুদ্ধে নাইক্ষ্যংছড়ি থানায় একটি হত্যা মামলা, একটি অস্ত্র মামলা ও একটি মাদক মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন আছে।

তিনি আরও বলেন, সীমান্তে মাদক পাচারকারীদের শিখর নির্মূল করতে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসায়ীরা যে বা যে দলেরই হোক না কেন তাদের ছাড় দেয়া হবে না। সর্বোপরি অপরাধ দমনে পুলিশকে সহযোগিতা করার জন্য সবার প্রতি আহ্বান জানান।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ