ইকবাল আজিজ: টেকনাফে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুল ইসলামের সার্বিক সহযোগিতায় সওতুল হেরা সোসাইটির উদ্যোগে ও সুশীলনের অর্থায়নে ইমাম মুয়াজ্জিনদের মাঝে নগদ ৪১,০০০০০ টাকা বিতরণ শুরু হয়েছে।
করোনা ভাইরাসে কর্মহীন হয়ে পড়ায় টেকনাফ উপজেলার অন্তর্গত সকল মসজিদের ৯১২ জন ইমাম মুয়াজ্জিনদের মাঝে এ টাকা বিতরণ শুরু হয়েছে।
তার মধ্যে রোববার হ্নীলা ইউপির ইমাম মুয়াজ্জিনদের টাকা বিতরণ শুরু হয় হ্নীলা ইউনিয়ন পরিষদে। এ টাকা বিতরণ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন- হ্নীলা ইউপি চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী, টেকনাফ সাংবাদিক ইউনিটির সভাপতি সাইফুল ইসলাম সাইফী, সুশীলনের মনিটরিং অফিসার সুমন ক্রমাণিক, সওতুল হেরা সোসাইটি সংগঠনের সভাপতি মোহাম্মদ উল্লাহ রিয়াদ, সহ-সভাপতি সাঈদ আলম, সাধারণ সম্পাদক ইব্রাহীম রাহী, সাংগঠনিক সম্পাদক ইকবাল আজিজ, ত্রাণ বিষয়ক সম্পাদক আব্দুল করিম।
অন্যদিকে সদর, সাবরাং ও হোয়াইক্যং ইউনিয়ন পরিষদেও সওতুল হেরা সোসাইটির উদ্যোগে ইমাম মুয়াজ্জিনদের মাঝে সুষ্ঠুভাবে উক্ত টাকা বিতরণ হয়েছে বলে জানা যায়।
উভয়দিকে বিতরণকালীন সুশীলনের কর্মকর্তাবৃন্দ, সওতুল হেরা সোসাইটির সদস্যবৃন্দ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
হ্নীলা মাদ্রাসার সাবেক মুহতামিম মুফতি আলী আহমদ বলেন, ইউএনও মহোদয়ের অক্লান্ত প্রচেষ্টায় সহযোগিতা পাওয়ায় আমরা ইউএনও মহোদয়কে ধন্যবাদ জানাই।
এ ব্যাপারে টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, সওতুল হেরা সোসাইটির সকলে জনসাধারণের কল্যাণে কাজ করে আসছে। তাদের প্রত্যেকটি কাজ প্রশংসনীয়। আমি তাদের সার্বিক মঙ্গল ও উত্তরোত্তর সাফল্য কামনা করি। পাশাপাশি ইমাম মুয়াজ্জিনদের কষ্টের দিনে তাদের সহযোগিতায় এগিয়ে আসার জন্য আমি সুশীলনকে ধন্যবাদ জানাই।
-এএ