শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
অ্যাডভোকেট আলিফের কবর জিয়ারত ও পরিবারের পাশে হেফাজতের শীর্ষ নেতৃবৃন্দ  প্রাইমারি স্কুলে আলেম ধর্মীয় শিক্ষক বাধ্যতামূলক করতে হবে: মাওলানা ইসলামাবাদী বগুড়ায় ছাত্র আন্দোলনে আহত ও শহীদদের স্মরণে স্মরণসভা শেরপুরে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে স্মরণসভা শেরপুরে শেখ হাসিনাসহ ৫৯ জনের নামে মামলা কাল বাদ জুমা বায়তুল মোকাররমে হেফাজতে ইসলামের বিক্ষোভ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে যা বললেন জামায়াত আমীর হজ নিবন্ধনের সময় বাড়ল ১৫ দিন রাষ্ট্রদ্রোহী সংগঠন চলতে দেয়া হবে না: মাওলানা আহমদ আলী কাসেমী ২২৫০০ কোটি নতুন টাকা ছাপিয়ে ৬ ব্যাংককে দিল বাংলাদেশ ব্যাংক

টেকনাফে সওতুল হেরা সোসাইটির উদ্যোগে ইমাম মুয়াজ্জিনদের মাঝে নগদ অর্থ বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইকবাল আজিজ: টেকনাফে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুল ইসলামের সার্বিক সহযোগিতায় সওতুল হেরা সোসাইটির উদ্যোগে ও সুশীলনের অর্থায়নে ইমাম মুয়াজ্জিনদের মাঝে নগদ ৪১,০০০০০ টাকা বিতরণ শুরু হয়েছে।

করোনা ভাইরাসে কর্মহীন হয়ে পড়ায় টেকনাফ উপজেলার অন্তর্গত সকল মসজিদের ৯১২ জন ইমাম মুয়াজ্জিনদের মাঝে এ টাকা বিতরণ শুরু হয়েছে।

তার মধ্যে রোববার হ্নীলা ইউপির ইমাম মুয়াজ্জিনদের টাকা বিতরণ শুরু হয় হ্নীলা ইউনিয়ন পরিষদে। এ টাকা বিতরণ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন- হ্নীলা ইউপি চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী, টেকনাফ সাংবাদিক ইউনিটির সভাপতি সাইফুল ইসলাম সাইফী, সুশীলনের মনিটরিং অফিসার সুমন ক্রমাণিক, সওতুল হেরা সোসাইটি সংগঠনের সভাপতি মোহাম্মদ উল্লাহ রিয়াদ, সহ-সভাপতি সাঈদ আলম, সাধারণ সম্পাদক ইব্রাহীম রাহী, সাংগঠনিক সম্পাদক ইকবাল আজিজ, ত্রাণ বিষয়ক সম্পাদক আব্দুল করিম।

অন্যদিকে সদর, সাবরাং ও হোয়াইক্যং ইউনিয়ন পরিষদেও সওতুল হেরা সোসাইটির উদ্যোগে ইমাম মুয়াজ্জিনদের মাঝে সুষ্ঠুভাবে উক্ত টাকা বিতরণ হয়েছে বলে জানা যায়।

উভয়দিকে বিতরণকালীন সুশীলনের কর্মকর্তাবৃন্দ, সওতুল হেরা সোসাইটির সদস্যবৃন্দ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

হ্নীলা মাদ্রাসার সাবেক মুহতামিম মুফতি আলী আহমদ বলেন, ইউএনও মহোদয়ের অক্লান্ত প্রচেষ্টায় সহযোগিতা পাওয়ায় আমরা ইউএনও মহোদয়কে ধন্যবাদ জানাই।

এ ব্যাপারে টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, সওতুল হেরা সোসাইটির সকলে জনসাধারণের কল্যাণে কাজ করে আসছে। তাদের প্রত্যেকটি কাজ প্রশংসনীয়। আমি তাদের সার্বিক মঙ্গল ও উত্তরোত্তর সাফল্য কামনা করি। পাশাপাশি ইমাম মুয়াজ্জিনদের কষ্টের দিনে তাদের সহযোগিতায় এগিয়ে আসার জন্য আমি সুশীলনকে ধন্যবাদ জানাই।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ