আওয়ার ইসলাম: দীর্ঘ এক মাসে দেশের ৩১টি জেলা বন্যা কবলিত হয়েছে। প্রতিদিনই প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। সেই সাথে তীব্র হচ্ছে ভাঙন।
বন্যা পূর্বাভাস কেন্দ্রের তথ্য মতে, যমুনা, ব্রহ্মপুত্র, মেঘনা ও পদ্মা অববাহিকার ২০ নদীর পানি বিপদসীমার ওপরে বইছে। তবে, আগস্টের শুরু থেকে পরিস্থিতি উন্নতির দিকে যাবে। কুড়িগ্রামে এক মাসেই তিন দফা বন্যার কবলে পড়েছে মানুষ। জেলার অনেক এলাকায় কোন ত্রাণ সামগ্রী পৌঁছায়নি।
গাইবান্ধায় ব্রহ্মপুত্র, ঘাঘট ও করতোয়া নদীর প্রায় ৩০টি পয়েন্টে দেখা দিয়েছে তীব্র ভাঙ্গন। ঝুঁকির মধ্যে রয়েছে শহর রক্ষা বাধ। জামালপুর-মাদারগঞ্জ সড়কে পানি ওঠায় জেলা শহরের সাথে মাদারগঞ্জের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। মাহমুদপরের সাথে সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে মেলান্দহ ও জামালপুরের।
এদিকে, মুন্সীগঞ্জে পদ্মাপাড়ের ৩ উপজেলার ১৩টি ইউনিয়নের অধিকাংশ এলাকা প্লাবিত হয়েছে। পানিবন্দি প্রায় ৭০ হাজার মানুষ।
এছাড়া, পদ্মার তীব্র স্রোতে পাটুরিয়া-দৌলতদিয়া ও শিমুলিয়া-কাঁঠালবাড়ি রুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। ঘাটে পারাপারের অপেক্ষায় রয়েছে হাজারেরও বেশি যানবাহন।
-এটি