আল-আমিন(বাপ্পি)>
ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহ বিভাগের অন্যতম বাণিজ্যিক এলাকা গাঙ্গিনাপাড়ে জেলা প্রশাসন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে।
আজ শনিবার সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ অভিযান চলে। অভিযানটি পরিচালনা করেন ময়মনসিংহ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাইদুল ইসলাম।
অভিযান চলাকালে শহরের বারী প্লাজা ও আসাদ মার্কেটের বিক্রেতাদের মাস্ক না পড়া, স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক জারী করা সামাজিক দূরত্ব বজায় না রাখা ও পণ্যের মাঝে অতিরিক্ত মূল্য সংযোজন করাসহ বেশ কটি অপরাধে কয়েকজন দোকানিকে ৬০হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেই সাথে ১৩জনের বিরুদ্ধে দায়ের করা হয়েছে মামলা।
অপরদিকে বারী প্লাজা মার্কেটের সভাপতিকে ২দিনের মধ্যে সকল স্বাস্থ্যবিধি মানা সহ দ্রব্যমূল্যের দাম কমিয়ে আনার নির্দেশ দিয়ে আদেশ জারী করেছেন জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মাইদুল ইসলাম।
এমডব্লিউ/