আল-আমিন(বাপ্পি)>
ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার ব্রহ্মপুত্র নদের গর্ভে বিলীন হতে চলেছে ২০ হাজার মানুষ চলাচলের একমাত্র সড়ক। শনিবার সকালে সড়কের প্রায় অর্ধেক অংশ ভেঙে নদীগর্ভে চলে যায়। আজ সরেজমিনে গিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন আমাদের ময়মনসিংহ জেলা প্রতিনিধি।
খবর পেয়ে শনিবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন। এ সময় উচাখিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শফিকুল ইসলামও উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম বলেন, সড়কটি এলাকার ২০ হাজার মানুষের যোগাযোগের একমাত্র রাস্তা। এটি বিলীন হয়ে গেলে চরের সঙ্গে ইউনিয়ন পরিষদ ও উচাখিলা বাজারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে।
উল্লেখ্য, উপজেলার উচাখিলা ইউনিয়নের সর্ববৃহৎ গ্রাম মরিচারচর। ব্রহ্মপুত্র নদের কোল ঘেঁষা গ্রামটির ভেতর দিয়ে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) এ সড়ক গিয়েছে। এটি নদী ভাঙনের মুখে থাকায় হুমকির মুখে পড়েছে পুরো গ্রামবাসী।
৫০ মিটার পাকা এ সড়ক দিয়ে চলাচল করতো মরিচারচর টান মলামারি মুন্সিবাড়ি, টান পাড়া, মাইজপাড়া, নাউ মলামারি, মাঠপাড়া, মুন্সিবাড়ি, নামাপাড়া, উত্তর মরিচারচর, কাশিয়ার চর, দপ্তর, বড়ইকান্দি, আজু সরকার পাড়া, মলামারি, টুন পাড়া, বড়ইকান্দা, কাঠালিপাড়া এলাকার প্রায় ২০ হাজার মানুষ।
এমডব্লিউ/