আলি যুবায়ের খান
ফুলপুর (ময়মনসিংহ) থেকে>
ময়মনসিংহের ফুলপুরে কাপড়ের মার্কেটে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আজ বুধবার ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার বাস স্ট্যান্ড সংলগ্ন সোনালী ব্যাংকের নিচতলায় এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে।
জানা যায়, বৈদ্যুতিক শর্টসার্কিটের কারনে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। পরে ফুলপুর ফায়ার সার্ভিসের দেড় ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
বাদশা গার্মেন্টস, মিজান টেইলার্স এন্ড ফেব্রিকস, আল সৌদিয়া গার্মেন্টস, আজিজুল টেইলার্স, সরকার বস্ত্রালয় ও নিরব বস্ত্রালয়সহ মার্কেটের আরো অনেক দোকান আগুনে পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ধারণা করা হচ্ছে, অপরিকল্পিত মার্কেট, অগ্নি নির্বাপক যন্ত্র না থাকা এবং অবহেলার কারনে এই দুর্ঘটনাটি ঘটতে পারে।
পরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ মার্কেট পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার শীতেষ চন্দ্র সরকার, উপজেলা চেয়ারম্যান আতাউল করিম রাসেল, ফুলপুর থানার ওসি ইমারত হোসেন গাজি ও ফুলপুর ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ। তারা অনিয়মের বিষয়ে খতিয়ে দেখবেন বলে আশ্বাস দিয়েছন।
-এএ