আলী যুবায়ের খান
ফুলপুর (ময়মনসিংহের) থেকে>
ময়মনসিংহের ফুলপুর উপজেলায় মাদ্রাসা এবং মসজিদ সমূহের আলেমদের সাথে উপজেলা নির্বাহি অফিসার সীতেশ চন্দ্র সরকারের এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
আজ (২২জুলাই) দুপুর ১২টায় ফুলপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এবৈঠকটি অনুষ্ঠিত হয়।
বৈঠকে,সীতেশ চন্দ্র সরকার,আসন্ন ঈদুল আযহা উপলক্ষে ধর্ম ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনা মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে ঈদের মাঠ নামাজের ব্যবস্থা করার আহবান জানান,এবং সেই সাথে যেখানে সেখানে কুরবানীর বর্জ্য না ফেলে নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলার ব্যাপারেও দিক নির্দেশনা দেন তিনি।
তিনি আলেমদেরকে বলেন, আপনারা মুসল্লীদেরকে ভালোভাবে এ বিষয়টি অবগত করবেন যে,সবাই যেনো সরকার কর্তৃক নির্দেশিত সামাজিক দূরত্ব বজায় রেখে ঈদের মাঠ যায়, নামাজ আদায় করে।
এসময় আলেমদের মধ্য থেকে উপস্থিত ছিলেন, বালিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা আইনুদ্দিন, কাজিয়াকান্দা কামিল মাদ্রাসার অধ্যক্ষ জয়নুল আবেদিন,ফুলপুর আদর্শ মাদ্রাসার পরিচালক মাওলানা আবু রায়হান ও উপজেলা মসজিদের খতিব মাওলানা আতাউল্লাহ প্রমুখ।
-এটি