ইকবাল আজিজ
টেকনাফ প্রতিনিধি>
টেকনাফের লেংগুরবিল আলবালাগ ইসলামিক সোসাইটি'র উদ্যোগে বিষয়ভিক্তিক বক্তব্য অনুষ্ঠিত হয়। সোমবার জোহরের পর থেকে লেংগুরবিল বড় মাদরাসার হলরুমে এ বিষয়ভিক্তিক বক্তব্য অনুষ্ঠিত হয়।
মাদরাসার সিনিয়র শিক্ষক মুফতি জাফরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেংগুরবিল বড় মাদ্রাসার সিনিয়ার শিক্ষক, শহীদ আলী উল্লাহ আলো জামে মসজিদের খতীব হাফেজ মাওলানা তাহের, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
লেংগুবিল বড় মাদ্রাসার শিক্ষক মাওঃ তৈয়ুব , মাওঃ মোহাম্মদ ইব্রাহিম, অত্র মাদ্রাসার হিফজ বিভাগীয় প্রধান হাফেজ মাওলানা নুরুল আমীন, হাফেজ মাওলানা হাবিবুল বশর, অত্র মাদ্রাসার নুরানী বিভাগীয় প্রধান মাওলানা ওসমান হাসান, মাওলানা ওসামা, মাওঃ মোঃ ফারুক, তা'লীমুল কুরআনের কমপ্লেক্সে পরিচালক ও সওতুল হেরা সোসাইটি'র সভাপতি হাফেজ মোহাম্মদ উল্লাহ রিয়াদ,সওতুল হেরা সোসাইটি'র সাধারণ সম্পাদক মাওঃ ইব্রাহিম রাহি,তালীমুল উম্মাহ হাজম পাড়া এর পরিচালক ও সওতুল হেরা সোসাইটি'র সহ সভাপতি মাওলানা সৈয়দ আলম, সওতুল হেরা সোসাইটি'র সাংগঠনিক সম্পাদক মাওঃ ইকবাল আজিজ, হাবির ছড়া ছাত্র কল্যাণ সংগঠনের সহ সভাপতি, মাওলানা আব্দুর রহমান, লেংগুরবিল আল ফালাহ ইসলামীক ফাউন্ডেশন এর সহ সভাপতি নুরুল আমীন,লেংগুরবিল আল ফালাহ ইসলামীক ফাউন্ডেশন এর সদস্য মাওলানা ক্বারী রাশেদ প্রমূখ ।
উক্ত অনুষ্টানে বক্তব্য রাখেন, আলবালাগ ইসলামিক সোসাইটি'র সভাপতি হাফেজ মোহাম্মদ সেলিম, সহ সভাপতি মাওলানা রশিদ আহমদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ জুবাইর, সহ সাধারণ সম্পাদক হাফেজ মোহাম্মদ ইব্রাহিম, অর্থ সম্পাদক হাফেজ ইলিয়াছ, প্রচার সম্পাদক হাফেজ মাহমুদুল হাসান, সহ প্রচার সম্পাদক হাফেজ মোহাম্মদ মূসা, সালসাবিল ইসলামিক ফাউন্ডেশন টেকনাফ এর সভাপতি মাওলানা জসিম উদ্দীন মাহমুদ ও মাঠপাড়া আত -তাওহীদ এর সহ সভাপতি হাফেজ ইয়াসিন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ, আল-জামিয়া আল-ইসলামীয়া টেকনাফ মাদ্রাসার ছাত্র হাফেজ আহমদসহ সংগঠনের সদস্যরা ।
সংগঠনের সহ-সভাপতি মাওলানা রশিদ আহমদ বলেন, মহামারির এমন পরিস্থিতিতে আমরা প্রতিষ্ঠান ছেড়ে এলাকায় দিন কাটাচ্ছি, এরই মধ্যে নিজ মেধা উন্মোচনের লক্ষ্যে সংগঠনের পক্ষ থেকে এমন একটি যুগোপযোগী অনুষ্ঠানের উদ্যোগ নিয়েছি, আরবি,বাংলা,ইংরেজিসহ বিষয়ভিত্তিক স্বরচিত বক্তব্য নিয়ে যারা স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত হয়েছেন সবাইকে সংগঠনের পক্ষ থেকে সাধুবাদ জানাই।
আর যারা অতিথি হিসেবে উপস্থিত হয়ে আমাদের কে ধন্য করেছেন, সবাইকে অন্তরের অন্তস্থল থেকে আলবালাগ ইসলামিক সোসাইটি পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা ও কৃতজ্ঞ ।
-এএ