শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
অ্যাডভোকেট আলিফের কবর জিয়ারত ও পরিবারের পাশে হেফাজতের শীর্ষ নেতৃবৃন্দ  প্রাইমারি স্কুলে আলেম ধর্মীয় শিক্ষক বাধ্যতামূলক করতে হবে: মাওলানা ইসলামাবাদী বগুড়ায় ছাত্র আন্দোলনে আহত ও শহীদদের স্মরণে স্মরণসভা শেরপুরে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে স্মরণসভা শেরপুরে শেখ হাসিনাসহ ৫৯ জনের নামে মামলা কাল বাদ জুমা বায়তুল মোকাররমে হেফাজতে ইসলামের বিক্ষোভ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে যা বললেন জামায়াত আমীর হজ নিবন্ধনের সময় বাড়ল ১৫ দিন রাষ্ট্রদ্রোহী সংগঠন চলতে দেয়া হবে না: মাওলানা আহমদ আলী কাসেমী ২২৫০০ কোটি নতুন টাকা ছাপিয়ে ৬ ব্যাংককে দিল বাংলাদেশ ব্যাংক

ময়মনসিংহের প্রবীণ আলেম মুফতি ইসহাকের ইন্তেকাল, ইত্তেফাকের শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আল-আমিন (বাপ্পি)
ময়মনসিংহ প্রতিনিধি>

ময়মনসিংহের প্রাচীনতম দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া সেহড়া মুফতি ইসহাক হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

আজ মঙ্গলবার ভোর ৪টায় নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। আজ বাদ জোহর ময়মনসিংহে জামিয়া ইসলামিয়া মাদরাসার মাঠে মুফতি ইসহাক রহ. এর জানাযা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ইত্তেফাকের কেন্দ্রীয় সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মুফতি আমীর ইবনে আহমাদ।

জানা যায়, ময়মনসিংহের প্রবীণ এই আলেম জামিয়া আরাবিয়া মিফতাহুল উলুম মাসকান্দার প্রবীণ মুহাদ্দিস ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল কেন্দ্রীয় জামে মসজিদের সানী ইমাম ছিলেন। এছাড়াও তিনি ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহীর কেন্দ্রীয় সদস্য ছিলেন।

এদিকে মুফতি ইসহাক রহ.এর ইন্তেকালে ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহী শোক প্রকাশ করেছে।

শোকবার্তায় ইত্তফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহী মজলিসে শুরার সভাপতি আল্লামা আব্দুর রাহমান হাফেজ্জি, মজলিশে আমেলার সভাপতি আল্লামা খালেদ সাইফুল্লাহ্ সা'দী ও সাধারণ সম্পাদক মাওলানা আবুল কালাম আজাদ বলেন, মরহুম মুফতি ইসহাক রহ.ছিলেন একজন দ্বীনদরদী বুজুর্গ মানুষ।

তিনি তার দীর্ঘ শিক্ষকতা জীবনে অত্যন্ত সুনামের সঙ্গে শিক্ষকতার দায়িত্ব পালন করেছেন। তিনি একজন প্রবীণ আলেম এবং সেই সাথে সুপরিচিত যোগ্য মুফতি ও মুহাদ্দিস ছিলেন। তিনি বিপুল সংখ্যক ছাত্র এবং অনুরক্ত ভক্ত রেখে গেছেন।

শোকবার্তায় মুফতি ইসহাক রহ.এর জন্য সকল মাদরাসা এবং মুসলমানদের প্রতি খতমে আম্বিয়া ও সূরা ইয়াসিনের আমল করার জন্য আহ্বান করা হয়।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ